Saturday, March 25, 2023

অন্য দেশের কাছে ভিক্ষা চাওয়া লজ্জাজনক: পাক প্রধানমন্ত্রী

Date:

এ সম্পর্কিত পোস্ট

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্ব...

মধ্যপ্রাচ্যের সঙ্গে রোজা শুরু করল পাকিস্তানও

সাধারণত ভারতীয় উপমহাদেশে একসঙ্গেই রোজা এবং ঈদ পালিত হয়।...

যুক্তরাষ্ট্রের স্কুলে ফের বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে দুই প্রশাসনিক...

দর্শকের ফোনে দেখে গোল বাতিল করা সেই রেফারির শাস্তি

মিশরের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মোবাইল ফোনে রিপ্লে দেখে...

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতার জয়ের পর প্রথমবারের মতো মাঠে...

পারমাণবিক শক্তিধর দেশ হয়েও সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে অন্য দেশের কাছে ভিক্ষা চাওয়া লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একই সঙ্গে বিদেশি ঋণ নিয়ে পাকিস্তানের সমস্যার সমাধান করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (১৪ জানুয়ারি) পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (পিএএস) প্রবেশনারি অফিসারদের এক অনুষ্ঠানে দেয়া ভাষণে শাহবাজ শরিফ জানান, অন্য দেশের কাছে আরও ঋণের জন্য হাত পাততে তিনি বিব্রতবোধ করছেন। এ সময় বিদেশি ঋণ নিয়ে পাকিস্তানের সমস্যা সমাধান করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এভাবে ঋণ নিয়ে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে। কেননা, নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ঋণের টাকা ফেরত দিতে হবে।’ 

কয়েক বছর ধরেই ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে দেশটির আর্থিক অবস্থা আরও ভঙ্গুর হয়ে পড়েছে। বর্তমানে পাকিস্তানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪৩০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দিকে তাকিয়ে থাকতে হচ্ছে পাকিস্তানকে।

পাশাপাশি বন্ধু দেশগুলোর কাছ থেকেও আর্থিক সহায়তা পেতে কাজ করে যাচ্ছে ইসলামাবাদ। সম্প্রতি বন্ধুরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের কাছে সহায়তা চান পাক প্রধানমন্ত্রী। বিধ্বংসী বন্যা ও ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে পাকিস্তানকে উদ্ধারে তারা দেশটিকে ২০০ কোটি মার্কিন ডলার ঋণ দিতে সম্মত হয়েছে।

এসবের পরিপ্রেক্ষিতেই পারমাণবিক শক্তিধর দেশ হয়ে দেশের নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে বিভিন্ন দেশের কাছে হাত পাতার বিষয়টিকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন শাহবাজ শরিফ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পাকিস্তানে খাদ্য ও জ্বালানির দাম বাড়ায় দ্রুত ডলারের রিজার্ভ কমছে। এ ছাড়া গত বছরের বন্যায় দেশটির ৩০ বিলিয়ন ডলার ক্ষতি হয় বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here