Friday, March 31, 2023

অবসর নিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা

Date:

এ সম্পর্কিত পোস্ট

চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রেসিডেন্ট

চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই অবশেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন...

পরকীয়ায় সমস্যা নেই আলিয়ার!

আলিয়ার মন্তব্যে তুখোড় শোরগোল! সম্প্রতি বাবা মহেশ ভাটকে নিয়ে...

মিয়ানমারে ৪০ রাজনৈতিক দল বিলুপ্তির ঘোষণায় চার দেশের উদ্বেগ

মিয়ানমারে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল...

ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা

জাকা‌রিয়া শেখ, ফুলবাড়ী ,কুড়িগ্রাম প্রতিনিধি।।   কুড়িগ্রামের ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে...

রামগতিতে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মডেল গুচ্ছগ্রাম” উদ্বোধন প্রধানমন্ত্রীর

মু.ওয়াহিদুর রহমান মুরাদ, লক্ষ্মীপুর।।   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান...

রাশিয়া বিশ্বকাপে শিরোপার স্বাদ পান ফ্রান্সের ব্লেইস মাতুইদি। এই তারকা সব ধরনের ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন।

মাতুদি এক বছর আগে সবশেষ ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এবারের মৌসুমে ইন্টার মিয়ামির স্কোয়াড থেকেও এই মিডফিল্ডার বাদ পড়েন। পিএসজির হয়ে মাতুইদি লিগ ওয়ানের ও জুভেন্টাসের হয়ে সিরি আ জিতেছেন। এর আগে মাতুইদি সেইন্ট-এতিয়েন ও তুলসেতে খেলেছেন।

ফ্রান্সের হয়ে ৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাতুইদি। ২০১০ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৯টি গোল করেছেন তিনি। ইউটিউবে এক ভিডিও বার্তায় মাতুইদি বলেছেন, ‘পেশাদার ফুটবলার হিসেবে আমি ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিচ্ছি। ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলার সুযোগ আমার হয়েছে।’

মাতুইদি আরও বলেন, ‘ফ্রান্সের জার্সি পরেছি, পরিবারকে সর্বোচ্চ স্থান দিয়েছি, আবেগের সঙ্গে জীবন কাটিয়েছি। আর এসব সঙ্গে নিয়ে জীবনের বাকি সময়টা পার করে দিতে চাই। আমার মস্তিস্ক, আমার হৃদয় আমাকে জানিয়েছে এখানেই থেমে যেতে। একইসাথে আমাকে জানিয়েছে যারা আমার ঘনিষ্ঠ, আমার স্ত্রী, আমান সন্তান, তাদের সম্পর্কে চিন্তা করার সময় এসেছে। আমার মনে হয়েছে অবসরের জন্য এর থেকে ভালো কোনো সময় হতে পারে না।’

২০১৮ সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ ট্রফি জিতে ফ্রান্স। সেই ম্যাচে দলের মূল একাদশে ছিলেন মাতুইদি। যদিও ফাইনালে কোনো গোল-অ্যাসিস্ট করতে পারেননি তিনি। তবুও মাঝমাঠে ফ্রান্স দলের অন্যতম শক্তিতে পরিণত হয়েছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here