Tuesday, March 21, 2023

অভিষেকের গোমর ফাঁস করলেন পরিচালক

Date:

এ সম্পর্কিত পোস্ট

আটোয়ারীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মামলা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়।।   পঞ্চগড়ে মাও.আব্দুল মতিন সরকার (৫৭) নামে এক অধ্যক্ষের...

রিয়ালের মুখের হাসি কেড়ে নিল বার্সেলোনা

উত্তেজনায় ভরপুর এল ক্লাসিকোয় এবার জয় পেল বার্সেলোনা। শেষ...

রিয়ালের শিরোপার সম্ভাবনা শেষ, স্বীকার করলেন কর্তোয়া

লা লিগায় এবারের শিরোপার নিষ্পত্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল...

হ্যাটট্রিক জয়ে রিয়ালের বিপক্ষে বার্সার ‘সেঞ্চুরি’

এল ক্লাসিকো নিয়ে উন্মাদনাটা হয়তো আগের পর্যায়ে নেই। লিওনেল...

রেলস্টেশনের টিভিতে হঠাৎ পর্নো ভিডিও চালু

ভিড়ে ঠাসা রেলওয়ে স্টেশনের টিভি স্ক্রিনে আচমকা চলতে শুরু...

বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন, সম্প্রতি তাকে নিয়ে মজার মজার স্মৃতিচারণা করেন পরিচালক অনুরাগ। লাল্লানটপকে দেয়া সাক্ষাৎকারে অনুরাগ কাশ্যপ জানান, ক্যারিয়ারের শুরুর দিকে অভিষেক নাকি ভীষণ মজা করতেন।

কোনো কিছুকেই তিনি সিরিয়াসলি নিতেন না। সেই কথা মনে করে তিনি জানান বিগ বি তার সমালোচনা ভীষণ ভালোভাবে নেন। অথচ তার ছেলে প্রথমদিকে কিছুকেই পাত্তা দিত না।

অভিষেক বচ্চনের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানান, ২০০৪ সালে যুবা ছবিতে অভিষেকের সঙ্গে ডায়ালগ রাইটার হিসেবে কাজ করেছিলেন অনুরাগ। এরপর ২০১৮ সালে মনমার্জিয়া ছবিতে তিনি ছিলেন পরিচালকের আসনে আর অভিষেক অভিনয় করেছিলেন। তিনি এই দুটো ছবির তুলনা টেনে বলেন, প্রথম দিকে অভিনেতা কোনো কিছুকেই সিরিয়াসলি নিতেন না। তবে অনেক বছর পর যখন তারা আবার মনমার্জিয়া ছবিতে কাজ করেন, তখন অনুরাগ দেখেন যে অভিষেক একদমই বদলে গেছেন।

যুবা ছবিতে অভিষেকের সঙ্গে অজয় দেবগন, বিবেক ওবেরয়, রানি মুখোপাধ্যায়, কারিনা কাপুর, এশা দেওল প্রমুখকে দেখা গিয়েছিল। অন্যদিকে মনমার্জিয়া ছবিতে অভিষেকের সঙ্গে ভিকি কৌশল ও তাপসী পান্নুকে দেখা গিয়েছিল।

স্মৃতিচারণা করে তিনি জানান, ‘একদিন অমিতাভ তার মতো করে ডায়ালগ বলছেন। যখন তাকে বোঝালেন যে পরিচালক হিসেবে তিনি কী চাইছেন তখন সে অনুযায়ী নিজেকে বদলে নিলেন।’

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here