র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যা-১১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর শহরের সমসেরাবাদ এলাকা আজিজিয়া মাদ্রাসা সড়কের ট্রেইলার্স দোকান থেকে অভিযান চালিয়ে এক কিশোরী কে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে কু-প্রস্তাব দেওয়ার ঘটনায় মূল হোতা শাহিন চৌধুরী মিঠু (৩৮) বৃহস্পতিবার বিকেলে আটক করে। সেই একই এলাকার মো: শাহজাহানের পুত্র।
এ ব্যাপারে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক খন্দকার মো: শামীম হোসেন জানান, এক কিশোরীর গোপন অশ্লীল ভিডিও মোবাইলে ধারণ করে তাকে মিঠু দীর্ঘ দিন থেকে কুপ্রস্তাব দিয়ে আসছে। তার কথায় রাজি না হলে ধারণকৃত অশ্লীল/আপত্তিকর ভিডিও ভিকটিমের আত্মীয়-স্বজন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দিবে মর্মে হুমকি প্রদান করে।
পরে ভিকটিম পরিবারের পক্ষ থেকে র্যাব কে বিষয়টি করলে র্যাব অভিযান চালিয়ে মিঠু আটক করে। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে ওই মামলা গ্রেফতার দেখিয়ে পুলিশের সহযোগীতায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।