Homeখেলাআইএফএফএইচএসের বর্ষসেরা কোচ হলেন স্ক্যালোনি

আইএফএফএইচএসের বর্ষসেরা কোচ হলেন স্ক্যালোনি

সাম্পাওলির সহকারী কোচ হিসেবে আর্জেন্টিনার দলের দায়িত্ব পেয়েছিলেন লিওনেল স্ক্যালোনি। এরপর দায়িত্ব জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর পুরো দলকে বদলে দিয়েছেন। তার অধীনেই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে জিতেছেন ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি। যার সম্মাননাও পেলেন তিনি। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগ (আইএফএফএইচএস) তাকে বিশ্বসেরা কোচ ঘোষণা করেছে।

আইএফএফএইচএস তাদের এক জরিপে স্ক্যালোনিকে বর্ষসেরা কোচ নির্বাচন করেছে। আর্জেন্টাইন এই কোচ টেক্কা দিয়েছেন ফ্রান্সের দিদিয়ের দেশম ও মরক্কোর ওয়ালিদ রেগরাগুইকে। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর স্ক্যালোনির দল জিতেছে ফিনালিসিমা ও বিশ্বকাপ।

এদিকে আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে স্ক্যালোনির চুক্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সেই চুক্তিতে সই করবেন বলেও জানিয়েছেন তিনি। আপাতত ২০২৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি রয়েছে স্ক্যালোনির। অর্থাৎ, চার বছর পরে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ হিসেবে দেখা যাবে ৪৪ বছর বয়সী এই আর্জেন্টাইনকে।

আইএফএফএইচএস এর জরিপে সেরা কোচের তালিকা

১। লিওনেল স্কালোনি- ২৪০ পয়েন্ট

২। দিদিয়ের দেশম- ৪৫ পয়েন্ট

৩। ওয়ালিদ রেগরাগুই- ৩০ পয়েন্ট

৪। জ্লাৎকো দালিচ- ২০ পয়েন্ট

৫। হাজিমে মরিয়াসু- ১৫ পয়েন্ট

৬। লুইস ফন গাল ও গ্রেগ বারহাল্টার- ১০ পয়েন্ট

৭। হার্ভে রেনার্ড, তিতে ও পাওলো বেন্তো- ৫ পয়েন্ট।

সর্বশেষ খবর