Friday, March 31, 2023

আইপিএল নিয়ে সাকিব-লিটনদের দুঃসংবাদ দিলেন পাপন

Date:

এ সম্পর্কিত পোস্ট

চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রেসিডেন্ট

চীনের চোখ রাঙানি উপেক্ষা করেই অবশেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন...

পরকীয়ায় সমস্যা নেই আলিয়ার!

আলিয়ার মন্তব্যে তুখোড় শোরগোল! সম্প্রতি বাবা মহেশ ভাটকে নিয়ে...

মিয়ানমারে ৪০ রাজনৈতিক দল বিলুপ্তির ঘোষণায় চার দেশের উদ্বেগ

মিয়ানমারে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল...

ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননীর আত্মহত্যা

জাকা‌রিয়া শেখ, ফুলবাড়ী ,কুড়িগ্রাম প্রতিনিধি।।   কুড়িগ্রামের ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে...

রামগতিতে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মডেল গুচ্ছগ্রাম” উদ্বোধন প্রধানমন্ত্রীর

মু.ওয়াহিদুর রহমান মুরাদ, লক্ষ্মীপুর।।   জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান...

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এক আসরে প্রথমবারের মতো খেলার সুযোগ পাচ্ছেন তিন টাইগার ক্রিকেটার। আগেরবারের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেই থাকছেন মুস্তাফিজ। আর মিনি নিলাম থেকে সাকিব ও লিটনকে দলে ভিড়িয়েছে কলকাতা।

তবে আইপিএল চলাকালে বাংলাদেশের সিরিজ থাকায় পুরো মৌসুম খেলার জন্য অনাপত্তিপত্র পাচ্ছেন না সাকিবরা- এমনটিই নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে ধানমন্ডি ক্রিকেট একাডেমি মাঠে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ দেখতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবিপ্রধান। রেকর্ড তিন ক্রিকেটারের আইপিএলে দল পাওয়া প্রসঙ্গে পাপন বলেন, যতবেশি ক্রিকেটার আইপিএলে যাবে আমরা তত খুশি।

সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড়া হবে না। জাতীয় দলের খেলা থাকলে তারা কেউ খেলতে পারবে না। আমরা এরই মধ্যে আইপিএল কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। তারা জেনেই এমন ক্রিকেটারকে নিয়েছে। না হলে আরও ক্রিকেটারের যাওয়ার সম্ভাবনা ছিল।
উল্লেখ্য, মার্চে জাতীয় দলের আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ রয়েছে। আর এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। একই সময়ে আইপিএল থাকায় পুরো মৌসুম খেলতে পারবেন না সাকিব-মুস্তাফিজরা।  

এদিকে, বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে খেলার ব্যাপারে কড়াকড়ির ব্যাখ্যাও দিয়েছেন বোর্ড প্রধান। তিনি বলেন, আমরা কিন্তু সবাইকে সব খেলায় পাই না। কেউ কেউ আছে খুবই চোটপ্রবণ। এদের নিয়ে আমাদের চিন্তা করা উচিত। খেলতে যে যাবে, তারপর? একে তো এখানে আমরা খেলাতে পারি না। পেসার যেমন অনেককে খেলাতে পারছি না। ভালো হবে, ভালো হয়ে ওখানে খেলবে। তারপর যদি চোটে পড়ে তাহলে তো জাতীয় দলে খেলতে পারবে না। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ ওদের ওপর এমনিতে খেলার যে চাপ, জাতীয় দলের জন্য তারা অবদান রাখতে পারবে কি না, সেটাও দেখার বিষয়।

তবে বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ পাওয়া নিয়ে সন্তুষ্ট বিসিবি সভাপতি। তিনি বলেন, সুযোগ পাওয়া অবশ্যই ভালো দিক। তবে আমি মনে করি, একটু বুঝেশুনে যাওয়া উচিত। আইপিএল অবশ্যই সেরা, এখানে যাওয়াতে আমার কোনো সমস্যা নেই।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here