Saturday, March 25, 2023

ইউক্রেনে রাশিয়ার পরাজয় ‘অনিবার্য’

Date:

এ সম্পর্কিত পোস্ট

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্ব...

মধ্যপ্রাচ্যের সঙ্গে রোজা শুরু করল পাকিস্তানও

সাধারণত ভারতীয় উপমহাদেশে একসঙ্গেই রোজা এবং ঈদ পালিত হয়।...

যুক্তরাষ্ট্রের স্কুলে ফের বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে দুই প্রশাসনিক...

দর্শকের ফোনে দেখে গোল বাতিল করা সেই রেফারির শাস্তি

মিশরের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মোবাইল ফোনে রিপ্লে দেখে...

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতার জয়ের পর প্রথমবারের মতো মাঠে...

ইউক্রেনে রাশিয়ার সামরিক পরাজয় ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন দেশটির কারাবন্দী বিরোধী রাজনৈতিক নেতা অ্যালেক্সি নাভালনি। এমনকি মস্কো যদি ইউক্রেনে আরও সৈন্য পাঠায়, তারপরও পতন ঠেকানো যাবে না। খবর এএফপির।

৪৬ বছর বয়সী রাশিয়ার এই রাজনীতিক অর্থ আত্মসাতের অভিযোগে ৯ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে ক্রেমলিনকে চ্যালেঞ্জ করায় তাকে এই সাজা দেয়া হয়েছে বলে নাভালনির সমর্থকরা মনে করেন।

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রথম বার্ষিকীর আগে সোমবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নাভালনি বলেন, ইউক্রেনকে তার নিজের ভাগ্য নির্ধারণ করতে হবে। একইসেঙ্গে ১৯৯১ সালের সীমান্তের প্রতি রাশিয়ার শ্রদ্ধা পদর্শন করা উচিত।

নাভালনি বলেন, ইউক্রেনে হাজার হাজার রুশ সৈন্যের জীবন নিদয়ভাবে ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, চূড়ান্তভাবে সামরিক পরাজয় শুধুমাত্র হাজার হাজার অতিরিক্ত জীবনের বিনিময়ে বিলম্বিত হতে পারে। তবে সামগ্রিকভাবে এই পরাজয় অনিবার্য।

নাভালনি জোর দিয়ে বলেছেন, চলমান যুদ্ধে হাজার হাজার নিরীহ ইউক্রেনীয় নিহত হয়েছেন। কারণ ৭০ বছর বয়সী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘যেকোনো মূল্যে’ ক্ষমতায় আঁকড়ে থাকতে চান।

এদিকে, প্রায় এক বছর আগে ইউক্রেনে রুশ আক্রমণ শুরু হওয়ার পর প্রথমবারের মতো সোমবার (২০ ফেব্রুয়ারি) কিয়েভ সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পুতিন মনে করছিলেন ইউক্রেন দুর্বল এবং আমরা ঐক্যবদ্ধ থাকব না। তিনি ভরসা রাখছিলেন ন্যাটোকে ঐক্যবদ্ধ রাখতে আমরা ব্যর্থ হব, তিনি ভেবেছিলেন আমরা ইউক্রেনের পাশে থাকব না।

বাইডেন বলেন, পুতিন ভেবেছিলেন তিনি আমাদের ছাড়িয়ে যেতে পারবেন। আমার মনে হয় না এখন তিনি এমন কিছু ভাবছেন। তিনি একেবারে ভুল ছিলেন। এক বছর পর এর প্রমাণ এই কক্ষে রয়েছে। আমরা এখানে একসঙ্গে দাঁড়িয়ে আছি।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here