Tuesday, March 21, 2023

ইউক্রেন পাচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ট্যাংক, তীব্র নিন্দা উত্তর কোরিয়ার

Date:

এ সম্পর্কিত পোস্ট

আটোয়ারীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মামলা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়।।   পঞ্চগড়ে মাও.আব্দুল মতিন সরকার (৫৭) নামে এক অধ্যক্ষের...

রিয়ালের মুখের হাসি কেড়ে নিল বার্সেলোনা

উত্তেজনায় ভরপুর এল ক্লাসিকোয় এবার জয় পেল বার্সেলোনা। শেষ...

রিয়ালের শিরোপার সম্ভাবনা শেষ, স্বীকার করলেন কর্তোয়া

লা লিগায় এবারের শিরোপার নিষ্পত্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল...

হ্যাটট্রিক জয়ে রিয়ালের বিপক্ষে বার্সার ‘সেঞ্চুরি’

এল ক্লাসিকো নিয়ে উন্মাদনাটা হয়তো আগের পর্যায়ে নেই। লিওনেল...

রেলস্টেশনের টিভিতে হঠাৎ পর্নো ভিডিও চালু

ভিড়ে ঠাসা রেলওয়ে স্টেশনের টিভি স্ক্রিনে আচমকা চলতে শুরু...

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ট্যাংক দেয়ার প্রতিশ্রুতির তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। কিয়েভকে সমরাস্ত্র দিয়ে ওয়াশিংটন সীমা অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। খবর আল জাজিরার।

স্থানীয় গণমাধ্যমকে দেয়া বিবৃতিতে তিনি জানান, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিলেও মস্কোর পাশে থাকবে পিয়ংইয়ং। এর পাশাপাশি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন প্রশাসনের মাত্রাতিরিক্ত হস্তক্ষেপের বিষয়টিরও নিন্দা জানান কিম ইয়ো জং।

সম্প্রতি রুশ-ইউক্রেন যুদ্ধে কিয়েভকে অত্যাধুনিক ট্যাংক দেয়ার ঘোষণা দিয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এ ছাড়াও পশ্চিমা কয়েকটি দেশ একই পরিকল্পনা করছে। বিশ্লেষকরা বলছেন, এসব সমরাস্ত্রে ইউক্রেনের সেনাবাহিনী শক্তিশালী হবে। একই সঙ্গে বদলে যেতে পারে যুদ্ধের গতিপ্রকৃতি। তবে বাইডেন প্রশাসনসহ পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে ট্যাংক দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া।

শুক্রবার (২৭ জানুয়ারি) দেশটির গণমাধ্যম কেসিএনএ-কে দেয়া বিবৃতিতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে আলাদা একটি যুদ্ধ শুরু করেছে। মস্কোকে একঘরে করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। তবে বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে থাকলেও পিয়ংইয়ং মস্কোর পক্ষে থাকবে বলেও জানান কিম ইয়ো জং।

তিনি আরও জানান, ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তার ঘোষণা দেয়ার বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছে উত্তর কোরিয়া। চলমান যুদ্ধের জন্য শুধু রাশিয়াকে দায়ী করার কোনো অধিকার যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা বিশ্বের নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পাশাপাশি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়েও মন্তব্য করেছেন কিম ইয়ো জং। নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও পারমাণবিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে মার্কিন প্রশাসন মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here