পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারকাদের ভীড় ক্রমেই বাড়ছে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে এবার মমতা ব্যানার্জির হাত শক্ত করতে ঘাসফুলে নাম লেখাতে চলেছেন রিয়ালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। খবর সংবাদ প্রতিদিনের।
জানা গেছে, ইতিমধ্যেই দলে যোগ নিয়ে রচনার সঙ্গে কথাবার্তা হয়েছে তৃণমূলের। এরপর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে। তবে ঠিক কবে নাগাদ রচনা তৃণমূলে যোগ দেবেন, তা এখনো স্পষ্ট নয়। এরই মধ্যে মমতার দলে যোগ দিয়েছেন দীপঙ্কর দে, রাজ চক্রবর্তী, মানালি দে, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সৌরভ দাস, সায়নী ঘোষের মতো হেভিওয়েট তারকারা। রণিতা দাস, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্যের মতো টেলিভিশন তারকারাও শাসকদলে নাম লিখিয়েছেন।
আরও পড়ুন>>
উল্লেখ্য, শোবিজ দুনিয়ার আলোচিত মুখ রচনা ব্যানার্জি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, উড়িশ্যা, কন্নড় ছবিতেও অভিনয় করেছেন।১৯৯৯ সালে ‘সূর্যবংশম’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করে নজর কেড়েছিলেন। বর্তমানে ছোটপর্দায় তাঁর ‘দিদি নম্বর ওয়ান’ শোটি দারুণ জনপ্রিয়।