খালেকুজ্জামান জনি, গাইবান্ধা।।
করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, রংপুর বদরগন্জের তাবলীগ ফেরত ৮০ বছরের বৃদ্ধ মোসলেম উদ্দিন। গত কয়েক দিন আগে ঢাকা থেকে এসে, রংপুর শহরের খামার মোড়ে মেয়ের বাসায় থাকাকালীন তিনি করোনাতে আক্রান্ত হয়েছিলেন।
রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিয়ে, আজ ২৯ এপ্রিল তিনি সুস্থ হয়ে ছাড়পত্র নেন।
ছাড়পত্র দেয়ার বিষয়টি নিশ্চিত করেন ডেডিকেটেড করোনা হাসপাতালের তত্ত্বাবধায়ক -ডাঃ এস, এম, নুরুনব্বী।
রংপুর জেলাতে গত ২৭ এপ্রিল অবধি করোনায় আক্রান্ত সর্বমোট ২৮ জন। এর মধ্যে থেকে নুতুন এই একজন সুস্থ নিয়ে,রংপুর জেলায় মোট সুস্থতার সংখ্যা দাড়ালো ২ জনে।