কেন অভিনয় থেকে ১০ বছর দূরে ছিলেন জেনেলিয়া?

0
217
কেন অভিনয় থেকে ১০ বছর দূরে ছিলেন জেনেলিয়া?
কেন অভিনয় থেকে ১০ বছর দূরে ছিলেন জেনেলিয়া?

অভিনয় থেকে নিয়েছিলেন ছুটি। গেল শুক্রবার ‘বেদ’ সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় হাজির এ অভিনেত্রী। এক দুই বছর নয়, দীর্ঘ দশ বছর পর ফিরেছেন জেনেলিয়া। ক্যারিয়ারে এত লম্বা বিরতি, কিন্তু কেন?

মূলত রীতেশকে বিয়ের পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন জেনেলিয়া। সেসময় ভক্তদের হতাশ করে বড় পর্দা থেকে নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী। ২০২২ সালের ৩০ ডিসেম্বর স্বামী রীতেশের পরিচালায় ‘বেদ’ ছবিতে অভিনয় করে ইতোমধ্যে প্রশংসা কুঁড়িয়েছনে এই অভিনেত্রী।

তবে দশ বছরে কী পেয়েছেন অভিনেত্রী, সে বিষয়ে অবশেষে মুখ খুললেন জেনেলিয়া। এক সাক্ষাতাকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, কেমন ছিল এই দশটি বছর? উত্তরে তিনি বলেন, ‘পরিবারের জন্য কিছুই তেমন করতে পারিনি। দশ বছর গৃহবধূ থেকে বুঝলাম, ঘরকন্না খুব কঠিন কাজ। আমি শিখে উঠতে পারলাম না। সবাইকে ভালো রাখা বড় দায়িত্ব।’

ক্যারিয়ারের চাপে যেন দাম্পত্য জীবনে কোনো সংকট সৃষ্টি না হয়, সে কথাই যেন আবারও পরিষ্কার করে বুঝিয়ে দিলেন জেনেলিয়া। সেই সঙ্গে নিজের অভিনয় দক্ষতারও প্রমাণ দিয়ে দিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here