Tuesday, March 21, 2023

গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মেসি হারিয়ে যায়: জেরোম রোথেন

Date:

এ সম্পর্কিত পোস্ট

আটোয়ারীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মামলা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়।।   পঞ্চগড়ে মাও.আব্দুল মতিন সরকার (৫৭) নামে এক অধ্যক্ষের...

রিয়ালের মুখের হাসি কেড়ে নিল বার্সেলোনা

উত্তেজনায় ভরপুর এল ক্লাসিকোয় এবার জয় পেল বার্সেলোনা। শেষ...

রিয়ালের শিরোপার সম্ভাবনা শেষ, স্বীকার করলেন কর্তোয়া

লা লিগায় এবারের শিরোপার নিষ্পত্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল...

হ্যাটট্রিক জয়ে রিয়ালের বিপক্ষে বার্সার ‘সেঞ্চুরি’

এল ক্লাসিকো নিয়ে উন্মাদনাটা হয়তো আগের পর্যায়ে নেই। লিওনেল...

রেলস্টেশনের টিভিতে হঠাৎ পর্নো ভিডিও চালু

ভিড়ে ঠাসা রেলওয়ে স্টেশনের টিভি স্ক্রিনে আচমকা চলতে শুরু...

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের পর একের পর এক সমালোচনার শিকার হচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। পিএসজির সাবেক উইঙ্গার জেরোম রোথেনের দাবি, দলের গুরুত্বপূর্ণ সময় মেসি সব সময়েই দায়িত্বহীন আচরণ করেন। শুধু তাই নয়, ক্লাবের প্রতি তার সম্মান দেখানো উচিত বলেও মন্তব্য করেন রোথেন। আরএমসি স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হতে না পারলে, মেসিকে বার্সেলোনা ফিরে যেতে বলেন এই ফরাসি ফুটবলার।

কোটি টাকা খরচ করেও কোনো সুরাহা হচ্ছে না পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগের প্রত্যাবর্তনের গল্পটা কোনোভাবেই লিখতে পারছে না প্যারিসিয়ানরা। বারবারই ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই থেকে বিদায় নিতে হচ্ছে মেসি-নেইমারদের। আর তাতেই তোপের মুখে পড়তে হচ্ছে লিওনেল মেসিকে। বায়ার্ন তারকা থমাস মুলারের পর এবার মেসিকে নিয়ে সমালোচনা করেছেন পিএসজির সাবেক উইঙ্গার জেরোম রোথেন।

বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে পাড়ি জমানোর পর রোথেন মেসিকে নিয়ে নানা ধরনের কটূক্তি করেছিলেন। মেসিকে দলে ভেড়ানো পিএসজির ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেছিলেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের পর আবারও মেসির দিকেই তীর ছুড়েছেন। মেসি দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে হাল ধরতে সবসময়ই ব্যর্থ হন বলেও মন্তব্য করেছেন এই ফরাসি উইঙ্গার।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসা মেসি দেখিয়েছেন, সেই সম্মান তিনি কখনোই ক্লাবের প্রতি প্রদর্শন করেন না। ক্লাবের দায়িত্ব নিতে না পারায় ক্ষুব্ধ হয়ে লিওকে বার্সেলোনায় ফিরে যেতে বলেন তিনি। আরএমসি স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে এমন প্রতিক্রিয়া জানান রোথেন।

পিএসজির সাবেক উইঙ্গার জেরোম রোথেন বলেন, ‘মেসি কখনোই তাকে ক্লাবের সঙ্গে সম্পৃক্ত করতে চান না। তিনি ক্লাবের সঙ্গে মানিয়ে নেয়ার কথা বললেও, মানিয়ে নেননি। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে মেসি হারিয়ে যায়। বিশ্বকাপে তার গতিবিধি আমরা দেখেছি। জাতীয় দলের প্রতি যে সম্মান তিনি দেখান, ক্লাবের প্রতি কিছুটা হলেও তার সম্মান জানানো উচিত। কারণ, ক্লাব তাকে মান ও বেতন দিচ্ছে। সবাই ভেবেছিল, মেসি বায়ার্নের বিপক্ষে শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, কিন্তু তিনি একেবারেই নিষ্প্রভ ছিলেন। পিএসজির সঙ্গে মেসি চুক্তি বাড়ালে আমি কখনোই পার্ক দে প্রিন্সেসে পা রাখব না।’ 

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here