আব্দুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ
চাউলের বাজার নিয়ন্ত্রণে রাখতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ (২২ মার্চ ২০১০) রবিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আঙ্গারিয়াপাড়া ও নামোশংকরবাটি বড়িপাড়া এলাকায় কয়েকটি চালের গুদামে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন জানান, বাজারে চালের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে রবিবার বিকেলে গুদামগুলোতে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন>> দেশের সব দোকান ও সুপারমার্কেট বন্ধ ঘোষণা
এ সময় চাল মজুদ করে রাখার অপরাধে নামোশংকরবাটি বড়িপাড়ার জনি অটোরাইস মিলের মালিক সফিকুল ইসলামকে ১ লাখ টাকা, চাউলের মজুতদার মাহবুব হোসেনকে ১ লাখ টাকা, টনি আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য যে , করোনা ভাইরাসকে কেন্দ্রে করে হঠাৎ করে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় কারণ অনুসন্ধানে গুদাম গুলোতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সদর মডেল থানা পুলিশের একটি টিমও উপস্থিত ছিলেন।