চার কিলোমিটার দূর থেকে রুশ সেনাকে গুলি করে হত্যা!

0
9
চার কিলোমিটার দূর থেকে রুশ সেনাকে গুলি করে হত্যা!
চার কিলোমিটার দূর থেকে রুশ সেনাকে গুলি করে হত্যা!

রুশ সেনাকে হত্যা করে এবার ‘বিশ্ব রেকর্ড’ করেছেন ইউক্রেনের এক স্নাইপার। প্রায় তিন দশমিক আট কিলোমিটার দূর থেকে গুলি করে একজন রাশিয়ান সৈন্যকে হত্যা করেছেন তিনি।

কিয়েভের নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘ইউক্রেনীয় স্নাইপাররা বিশ্ব স্নাইপিংয়ের ধরন পাল্টে দিয়েছে। অবিশ্বাস্য দূরত্বে কার্যকরভাবে আঘাত হেনে তারা তাদের সক্ষমতা দেখিয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে ইউক্রেনীয় সেনার ওই ‘রেকর্ড গড়ার’ মুহূর্তটি দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যায়, ইউক্রেনীয় স্নাইপার প্রায় চার কিলোমিটার দূরে থাকা এক রুশ সেনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ওই সেনা মাটিতে লুটিয়ে পড়েন।

সংবাদমাধ্যম ‘মেট্রো’র মতে, এই স্নাইপার ২০১৭ সালে ইরাকে কানাডিয়ান স্পেশাল ফোর্সের স্নাইপারের করা ৩.৫৪ কিলোমিটার দূরত্বের রেকর্ডটি ভেঙে দিয়েছে।

এর আগে, ২০০৯ সালে, ২.৪৮ কিলোমিটার দূরত্বে আফগানিস্তানে একজন তালেবান যোদ্ধাকে হত্যা করে ব্রিটিশ স্নাইপার ক্রেইগ হ্যারিসনও এই খেতাবটি দখল করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here