তারুণ্যের জয়গানে ইতিবাচক দৃষ্টি ভঙ্গি এই মূলমন্ত্রকে ধারন করে জাগ্রত তারুণ্য এখন সারা বাংলাদশের তরুণদের নিয়ে কাজ করছে। তাদের ইতিবাচক কাজের মাধ্যমে ইতিমধ্যেই অর্জন করেছে দেশের সর্বোচ্চ তরুনদের প্লাটফর্ম জয় বাংলা ইয়ুথ অাওয়ার্ড -২০২০ইং।
নিশা ঢাকার একটি বেসরকারী মেডিকেল কলেজর শেষ বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখার ইচ্ছা থেকেই জাগ্রত তারুণ্যের সাথে যুক্ত হওয়া। এমবিবিএস শেষে নিশার ইচ্ছা বরিশালের গরীব রোগীদের বিনামূল্যে সেবা দেওয়া।
আরও পড়ুন
এর অাগে জাগ্রত তারুণ্যের ব্রান্ড অ্যাম্বাডের হিসেবে যুক্ত হয়েছে মিস ওয়ার্ল্ডের রুকাইয়া জাহান চমক। নিশা ও চমক দুই জনই সামাজিক সচেতনতা, মেয়েদের মানসিক স্বাস্থ্যসহ নানা মানবকল্যানমূলক কাজে নিয়োজিত থাকবেন বলে তারা অভিমত ব্যক্ত করেন।