জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন “জাবিয়ান বিজনেস নেটওয়ার্ক (জেবিএন)” এর তৃতীয় বর্ষপূর্তি ১৬ ই নভেম্বর ২০২০ তারিখে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অভিজাত রেষ্টুরেন্ট ফোর সিজন্স এ অনুষ্ঠিত হয়।
বিক্রেতাদের সেলস রিপোর্ট, রিভিউ এবং ক্রেতার নিকট গ্রহন যোগ্যতা বিবেচনায় নিয়ে Facebook এ জাবিয়ানদের ভোটের মাধ্যমে থেকে সেরা দশ উদ্যোক্তা নির্বাচন করা হয়। সেখানে গাইবান্ধার ছেলে Secret of Glowing ও বই মিতালী এর স্বত্তাধিকারী সফল উদ্যোক্তা তরুন উদীয়মান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ নাজমুস সাকিব শুভ ও তার সহযোগী আফসানা ঊর্মি নির্বাচিত হয়।
আরও পড়ুন
তাদের কাছে জানতে চাইলে তারা জানান যে তারা এওয়ার্ড পেয়ে খুবই আনন্দিত এবং তারা বলেন যে এ অর্জন শুধু আমাদের একার নয় এ অর্জন Secret of Glowing ও বই মিতালী এর সকল ক্রেতা, শুভানুধ্যায়ী এবং সকলের। শূন্য থেকে শুরু হওয়া তাদের এই যাত্রায় সাথে থাকার জন্য সবার প্রতি তারা কৃতজ্ঞ। আর তারা এও বলেছেন এই উপলক্ষে তাদের পেইজে পুরো মাসব্যাপী আকর্ষণীয় মূল্যছাড় থাকবে।