Homeবিনোদনজাহ্নবী না নাইসা, কার প্রেমিক ওরি?

জাহ্নবী না নাইসা, কার প্রেমিক ওরি?

বলিউডের বাতাসে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে ওরহান অবত্রমানীর প্রেমের গুঞ্জন উঠেছিল অনেক আগে থেকেই। তা নিয়ে যখন ভক্তদের মনে চলছে জল্পনা কল্পনা, ঠিক তখনই বড় দিনের পার্টিতে সব বদলে দিল বলি অভিনেত্রী কাজল আর অজয় দেবগণের কন্যা নাইসা দেবগণ।

রোববার (২৫ ডিসেম্বর) বড় দিনের পার্টিতে যখন রাস্তায় মানুষের ঢল তখন সেই কোলাহলপূর্ণ রাস্তায় নাযইসার হাত ধরে হেঁটে চললেন ওরি। এ সময় ওরি পড়েছিলেন মাল্টি রঙেরিএকটি টিশার্ট। আর গোলাপি রঙের গাউন পরেছিলেন নাইসা।

ওই দিন ওরির গা ঘেঁষে যেভাবে নাইসা হাঁটছিলেন আর ওরি নাইসাকে যেভাবে প্রটেক্ট করছিল তাতে সেখানকার উপস্থিত সবাই এদের নতুন জুটি বলেই ধরে নিয়েছে।

সেই মুহূর্তের ১৫ সেকেন্ডের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে অনেক নেটিজেনই করেছেন মন্তব্য। একজন লিখেছেন,  ‘এই ছেলেটা তো কাল অবধি জাহ্নবীর প্রেমিক ছিল! এখন আবার নায়সার সঙ্গে এমন ভাব করছে।’

নাইসার সঙ্গে ওরহানের বিশেষ বন্ধুত্ব বহু দিনের। দু’জনকে একসঙ্গে প্রায়ই ইদানিং সব জায়গায় দেখা যায়। এ বিষয়ে নাইসা আগেই বলেছেন, ‘ছেলে কিংবা মেয়ে হোক, বন্ধুরাই সব। তারা থাকলে চারপাশের সব কিছু সহজ হয়ে যায়।’
এ বিষয়ে বলি অভিনেত্রী মা কাজলের অভিমত, ‘আমি বা অজয় ওকে কোনও কিছুতেই জোর করি না। এখন নিজের জীবন উপভোগ করুক নাইসা।’

এদিকে বড়দিনের আমেজে নাইসা আর ওরির ভিডিও নিয়ে চর্চায় মুখর নেটিজেনরা। তারা শুধু বন্ধু হতেই পারেন না, এমন মন্তব্যই বেশিরভাগ নেটিজেনদের।

সর্বশেষ খবর