Homeবিনোদন‘টাইগার ৩’ তে কে কত পারিশ্রমিক নিলেন

‘টাইগার ৩’ তে কে কত পারিশ্রমিক নিলেন

দিন ঘনিয়ে এলো ‘টাইগার ৩’ মুক্তি পাওয়ার। বলিউড ভাইজান সালমান খানের ‘টাইগার ৩’ মুক্তি পাবে আগামী ১২ নভেম্বর। বাংলাদেশ, ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে ১ কোটি রুপিরও বেশি মূল্যের টিকিট বিক্রি হয়েছে। তবে সিনেমাটিতে অভিনয় করা তারকাদের কার কত পারিশ্রমিক তা জানলে চোখ কপালে উঠবে।

শোনা যাচ্ছে, এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে কবীর ওরফে হৃতিক রোশনকে। এছাড়াও ক্যামিও চরিত্রে থাকছেন বলিউড বাদশা শাহরুখ খান। যশরাজ স্পাই ইউনিভার্সের তিন চরিত্রের ক্রসওভারই দেখা যাবে এ সিনেমায়।

‘টাইগার ৩’ তে সালমান খান ১০০ কোটি রুপির বেশি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।

সেই দৌঁড়ে নায়িকা ক্যাটরিনা কাইফ বেশ পিছিয়েই রয়েছেন। শোনা গেছে, এই ছবির জন্য ক্যাটরিনা নিয়েছেন ১০ কোটি রুপি।

খলনায়কের ভূমিকায় রয়েছেন বলিউড তারকা ইমরান হাশমি। এই ছবিতে খলনায়ক হয়ে উঠতে তিনি নিয়েছেন সাত থেকে আট কোটি রুপি।

বলিউডের জনপ্রিয় অভিনেতা আশুতোষ রানা। এই ছবির জন্য তিনি নিয়েছেন ৬০ লাখ রুপি।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রেবতীকে। তিনি নিয়েছেন ৩৫ লাখ রুপি ।

আরও রয়েছেন অভিনেতা রণবীর শৌরী। তিনি পেয়েছেন ৫০ লাখ। শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে অভিনয় করে অভিনেত্রী ঋদ্ধি ডোগরা দারুণভাবে চর্চায় উঠে এসেছিলেন। সালমানের এই ছবিতেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই ছবিতে ঋদ্ধির পারিশ্রমিক পেয়েছেন ৩০ লাখ। অভিনেতা বিশাল জেঠওয়া নিয়েছেন ২০ লাখ রুপি।

এর আগে ২০১২ সালে মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল। এর ঠিক ৫ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। আর এখন আসছে ‘টাইগার ৩’। যেটির অপেক্ষায় ছিল সালমানভক্তরা।

সর্বশেষ খবর