ইথিওপিয়ার টিগ্রের রাজধানী মেকেল্লের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ।
শনিবার (২৮নভেম্বর) টুইট বার্তায় আবি আহমেদ বলেন, মেকেল্লে শহর কেন্দ্রীয় সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া দেশটির সামরিক বাহিনীর দাপ্তরিক ফেইসবুক পেজে চিফ অব স্টাফ বিরহানুও জুলাও একই দাবি জানান।
আরও পড়ুন
এর আগে ইথিওপিয়া সরকার জানায়, সরকারি বাহিনী ওই অঞ্চলে অভিযানের শেষ পর্যায়ে রয়েছে এবং পাঁচ লাখ বাসিন্দার শহর মেকেল্লের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দেয়া হবে। তবে তাৎক্ষণিকভাবে সরকারের এমন দাবির ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানায়নি টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট-টিপিএলএফ।
গত ৪ঠা নভেম্বর দুই পক্ষের মধ্যে লড়াই শুরুর পর থেকে টিগ্রের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।