Homeআন্তর্জাতিকতীব্র শীতে আফগানিস্তানে মৃত্যু ১০০ ছাড়িয়েছে

তীব্র শীতে আফগানিস্তানে মৃত্যু ১০০ ছাড়িয়েছে

তীব্র তুষারপাত ও ঠান্ডায় আফগানিস্তানে মৃত্যু ১০০ ছাড়িয়েছে। এ ছাড়া ঠান্ডাজনিত কারণে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানায়, সোমবার (২৩ জানুয়ারি) রাজধানী কাবুলের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে আফগানিস্তানজুড়ে। এ অবস্থায় বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

খাদ্য সংকটে মানবেতর জীবন যাপনের মধ্যই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন আফগানিস্তানের নিম্নআয়ের মানুষ। অব্যাহত তুষারপাতের সঙ্গে তীব্র ঠান্ডার এ পরিস্থিতি বেশ কয়েকদিন থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্তানের সাধারণ মানুষ। এ অবস্থার মধ্যেই এত ঠান্ডা আরও মানবিক বিপর্যয় তৈরি করছে দেশটিতে।

সর্বশেষ খবর