Wednesday, March 29, 2023

তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ ফুটবলারকে উদ্ধারের খবরটি মিথ্যা!

Date:

এ সম্পর্কিত পোস্ট

ভেদরগঞ্জে প্রধান শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম

মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের ভেদরগঞ্জে সাজনপুর ইসলামিয়া উচ্চ...

ঘুরে দাঁড়াচ্ছে টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি

শক্তিশালী টর্নেডোর ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের...

শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি

লন্ডনের আদালতে শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম...

ডিভোর্স নিয়ে মুখ খুললেন শিখর ধাওয়ান, দিলেন পরামর্শও

নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন ভারতের ব্যাটসম্যান শিখর...

ভারতের পার্লামেন্টের বাইরে কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাজা ও তার লোকসভার সদস্যপদ...

তুরস্কে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহত হয়েছেন দেশটির দ্বিতীয় বিভাগে খেলা গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাস্লান। এছাড়া ফুটবলারসহ বেশকিছু ক্রীড়াবিদও নিখোঁজ আছেন। এরই মধ্যে আশার খবর হয়ে এসেছিল ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর জীবিত উদ্ধার হওয়ার খবরটি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ খবরটি নিশ্চিত করেছিলেন দেশটিতে নিযুক্ত ঘানার রাষ্ট্রদূত ফ্রান্সিসকা আসিয়েতে অডুন্টন। যদিও এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠেছে।

ক্রিস্টিয়ান আতসুকে নিয়ে তার এজেন্ট নানা সেচের এবং ক্লাব হাতাইস্পোরের কোচ ভলকান ডেমিরেল ভিন্ন খবর দিয়েছেন। খবরটি রীতিমতো আতঙ্কে শিউরে ওঠার মতো! তারা বলছেন, আতসুর জীবিত উদ্ধার হওয়ার খবরটা সত্যি নয়। তারা জানান, এখনো সবাই মিলে তাকে জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, আতসুর পাশাপাশি নিখোঁজ থাকা ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর তানোস সাবুতকেও উদ্ধারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তারা। 

আতসুকে এখনো খুঁজে পাওয়া যায়নি দাবি করে তার এজেন্ট নানা সাচ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, ‘যদিও গতকাল (বুধবার) ক্রিস্টিয়ানকে জীবিত উদ্ধারের খবর দিয়েছিল তার ক্লাব, তবে আমরা এখনো তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারিনি।’

আতসুকে যে এখনো খুঁজে বের করার চেষ্টা চলছে তাও জানান তিনি। নানা সাচ বলেন, ‘আমরা ক্রিস্টিয়ানকে খুঁজে বের করতে সম্ভাব্য সবকিছুই করছি। আপনারা বুঝতেই পারছেন, তার পরিবার কতটা ভয়াবহ সময় পার করছে। আরও তথ্য পেলে আমরা তা আপনাদের জানাব। এ কঠিন সময়ে তার পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন।’

৩১ বছর বয়সি এ তারকার এজেন্টের পাশাপাশি তার ক্লাব হাতাইস্পোরের কোচ ভলকান ডেমিরেলও দাবি করছেন, আতসু ও তানোস সাবুত এখনো নিখোঁজ। তুরস্কের সংবাদমাধ্যম স্পোর অ্যারেনাকে দেয়া এক সাক্ষাৎকারে হাতাইস্পোরের কোচ বলেন, ‘তারা যদি হাসপাতালেই থাকতো, আপনাদের মনে হয় না আমরা জানতাম? নিশ্চিত ধরে নেবেন না যে, তারা বেঁচে আছেন। এটা লেখাই উচিত না যে তারা বেঁচে আছে।’

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছিল, হাতাইয়ের আন্তাকিয়ায় একটি বহুতল হোটেলে ছিলেন আতসু। ভূমিকম্পে সেই ভবনটি বিধ্বস্ত হলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি। পরে গার্ডিয়ান ও পর্তুগিজ সংবাদমাধ্যম আ বোলা তার জীবিত উদ্ধারের খবর দেয়। এখন ওই খেলোয়াড়ের এজেন্ট ও ক্লাবের কোচ খবরটি সত্য ছিল না বলে দাবি করছেন।

২০১৩ সালে পোর্তো থেকে চেলসিতে যোগ দেন আতসু। এরপর অবশ্য ধারে এভারটন ও বোর্নমাউথে খেলেন তিনি। ২০১৭ সালে স্থায়ীভাবে নিউক্যাসলে যোগ দিয়ে ২০২১ সাল পর্যন্ত ম্যাগপাইদের হয়ে মাঠ মাতান আতসু। ২০২১ সালে সৌদি লিগের দল আল রিয়াদে যোগ দেয়া আতসু গত গ্রীষ্মে পাড়ি দেন তুরস্কের লিগের দল হাতাইস্পোরে।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here