Wednesday, March 29, 2023

দক্ষিণ আফ্রিকায় ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮

Date:

এ সম্পর্কিত পোস্ট

ভেদরগঞ্জে প্রধান শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম

মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের ভেদরগঞ্জে সাজনপুর ইসলামিয়া উচ্চ...

ঘুরে দাঁড়াচ্ছে টর্নেডোতে বিধ্বস্ত মিসিসিপি

শক্তিশালী টর্নেডোর ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের...

শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি

লন্ডনের আদালতে শুনানিতে অংশ নিলেন প্রিন্স হ্যারি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম...

ডিভোর্স নিয়ে মুখ খুললেন শিখর ধাওয়ান, দিলেন পরামর্শও

নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন ভারতের ব্যাটসম্যান শিখর...

ভারতের পার্লামেন্টের বাইরে কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাজা ও তার লোকসভার সদস্যপদ...

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গ্যাস ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিসমাসের মাত্র একদিন আগে শনিবার (২৪ ডিসেম্বর) এ বিস্ফোরণ ঘটে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিসমাসের মাত্র একদিন আগে শনিবার (২৪ ডিসেম্বর) এ বিস্ফোরণ ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতেদের সংখ্যা নিশ্চিত করে স্থানীয় গোটেং ডিপার্টমেন্ট অব হেলথ এক বিবৃতিতে বলেছে, ‘নিহত ১৮ জনের মধ্যে ট্যাম্বো হাসপাতালেরই কর্মকর্তা-কর্মচারী ৯ জন।’

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সবাইকে সহায়তা দেয়া হবে। এক বিবৃতিতে রামাফোসা বলেছেন, ‘এই ধ্বংসাত্মক ঘটনায় দেশের মানুষের হৃদয় কেঁদে উঠেছে।’ তিনি আরও বলেছেন, ‘নিহতদের মধ্যে শিশু এবং হাসাপাতলের কর্মচারীও রয়েছে।’ 

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বক্সবার্গ এলাকার ওআর ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের কাছে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস ট্যাংকারে ওই বিস্ফোরণ ঘটে। 

ট্যাংকারটি একটি সেতুর নিচে আটকে ছিল বলে জানা গেছে। এ সময় আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতির মোকাবিলায় ঘটনাস্থলে দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছায়।

জরুরি পরিষেবা দপ্তরগুলো থেকে জানা যায়, বিস্ফোরণের কারণে সেখানকার ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের ছাদ ভেঙে পড়েছে। এ ছাড়া দুটি বাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে। বিস্ফোরণের সময় সেখানকার পথচারীরাও আহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here