Saturday, March 25, 2023

দুনিয়া কাঁপানো অস্কারজয়ী গান ‘নাটু নাটু’ অর্থ কী?

Date:

এ সম্পর্কিত পোস্ট

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্ব...

মধ্যপ্রাচ্যের সঙ্গে রোজা শুরু করল পাকিস্তানও

সাধারণত ভারতীয় উপমহাদেশে একসঙ্গেই রোজা এবং ঈদ পালিত হয়।...

যুক্তরাষ্ট্রের স্কুলে ফের বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে দুই প্রশাসনিক...

দর্শকের ফোনে দেখে গোল বাতিল করা সেই রেফারির শাস্তি

মিশরের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মোবাইল ফোনে রিপ্লে দেখে...

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতার জয়ের পর প্রথমবারের মতো মাঠে...

অস্কারের ৯৫তম আসরে সেরা গানের পুরস্কার জিতে নিল দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’- এর আলোচিত গান নাটু নাটু। এই প্রথমবার তেলুগু ভাষার কোনো গান অস্কারে মনোনয়ন পেল এবং জিতল। কিন্তু যে নাটু নাটু নিয়ে এত হইচই, সেই গানের অর্থ কী?

গত বছর মুক্তির পর এস এস রাজামৌলির ‘আরআরআর’ সিনেমাটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এ আলোড়নের অন্যতম কারণ এই নাটু নাটু গান। তেলুগু সিনেমার দুই জনপ্রিয় নায়ক রামচরণ তেজা আর জুনিয়র এনটিআর ওই গানে পা মিলিয়ে নেচেছিলেন।

মুক্তির পর নিমেষেই ‘টিকটক ট্রেন্ড’ হয়ে ওঠে ‘নাটু নাটু’; জায়গা করে নেয় লাখ লাখ ভারতীয়র মোবাইল রিংটোনেও। এরপর ‘গোল্ডেন গ্লোবস’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’-এর মঞ্চে সেরা মৌলিক গানের শিরোপা জেতে ‘নাটু নাটু’। আর বাংলাদেশ সময় সোমবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কার জিতে ষোলোকলা পূর্ণ করল তেলেগু সিনেমার জনপ্রিয় গানটি।

অস্কার জয়ের পর নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে গানটির সংগীত পরিচালক এম এম কিরাবানি জানান, নাটু শব্দের অর্থ নিজস্ব, নিজস্বতা।

কিরাবানি বলেন, ‘নাটু শব্দের মাধ্যমে নিজের জিনিস, নিজের সংস্কৃতির কথা বোঝানো হয়েছে। এর অর্থ নিজের। গানের বোলের মাধ্যমে বোঝানো হয়েছে, যা আমি করি তা একেবারে আমার।’

গানের ভাবার্থ বুঝিয়ে সংগীত পরিচালক বলেন, ‘আমার নিজস্ব অভিজ্ঞতা; আমার ভাব প্রকাশের ভিন্ন ভাষা রয়েছে। আমার শব্দ, আমার স্টাইল একেবারে অন্যরকম। সেটাই বলা হয়েছে এই গানে।’

তবে নাটু নাটু গানের লেখক চন্দ্র বোস নাটু নাটু গানের ভিন্ন অর্থ জানিয়েছেন। তার মতে, নাটু শব্দের অর্থ মেঠো এবং দেশীয়। চন্দ্র বোসের কথায়, ‘আমার ছেলেবেলার স্মৃতিকে নাটু নাটু গানের বোলে ফুটিয়ে তুলেছি। তাই খুব দ্রুত এই গান লিখে ফেলেছি।’

আরআরআর সিনেমায় ব্রিটিশদেরকে নিজের দেশের মাহাত্ম্য বোঝানোর জন্য এই গানটি গেয়ে ওঠেন রাম ও ভিম। এক কলোনিয়াল পার্টিতে শুধু তারা দুজনই ভারতীয় ছিলেন। সেই কারণে তাদের খোঁচা দেয়া হচ্ছিল। তবে অপমানিত হয়ে রেগে যায়নি রাম ও ভিম! এরপরেই শুরু হয় নাটু নাটু গানটি।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here