- Advertisement -
রাজশাহী জেলা দূর্গাপুর উপজেলার উজালখলসি তে আনুষ্টিত হচ্ছে ৩দিন ব্যাপি ঘোড়াদহ মেলা, এই মেলাটি তাদের ১০০ বছের ঐতিহ্য সেই ধারাবাহিকতায় এবার ও মহা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে মেলাটি শনিবার থেকে শুরু হয়ে চলবে সোমবার পর্যন্ত , জানা গেছে আগে এখানে নৌকা বাইচ প্রতিযোগিতা হতো আর সেই নৌকা বাইচ পুরস্কার বিতরণী অনুষ্ঠান কে কেন্দ্র করে হতো এই মেলা তবে দখল আর দুষনে নদীর আকার ছোট হয়ে যাওয়ায় এখন আর নৌকা বাইচ না হলেও প্রতি বছর অনুষ্ঠিত হয়ে চলেছে মেলাটি।
মেলায় এসেছে হরেক রকমের খেলনা সহ নিত্য প্রয়জনীয় প্রাই ২০০ টির ও বেশি স্টল, মিষ্টি মিষ্টান্ন সহ আরো কতকিছু।