Tuesday, March 21, 2023

দেশব্যাপী মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতারা সরকারের প্রকৃত উন্নয়ন কর্মকান্ডকে তুলে ধরছি – বিএম মোজাম্মেল হক

Date:

এ সম্পর্কিত পোস্ট

আটোয়ারীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মামলা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়।।   পঞ্চগড়ে মাও.আব্দুল মতিন সরকার (৫৭) নামে এক অধ্যক্ষের...

রিয়ালের মুখের হাসি কেড়ে নিল বার্সেলোনা

উত্তেজনায় ভরপুর এল ক্লাসিকোয় এবার জয় পেল বার্সেলোনা। শেষ...

রিয়ালের শিরোপার সম্ভাবনা শেষ, স্বীকার করলেন কর্তোয়া

লা লিগায় এবারের শিরোপার নিষ্পত্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল...

হ্যাটট্রিক জয়ে রিয়ালের বিপক্ষে বার্সার ‘সেঞ্চুরি’

এল ক্লাসিকো নিয়ে উন্মাদনাটা হয়তো আগের পর্যায়ে নেই। লিওনেল...

রেলস্টেশনের টিভিতে হঠাৎ পর্নো ভিডিও চালু

ভিড়ে ঠাসা রেলওয়ে স্টেশনের টিভি স্ক্রিনে আচমকা চলতে শুরু...

মেহেদী হাসান, শরীয়তপুর ॥

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডকে নিয়ে বিএনপির ছড়ানো প্রবাকান্ডা মোকাবেলায় আমরা দেশব্যাপী মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতারা সরকারের প্রকৃত উন্নয়ন কর্মকান্ডকে তুলে ধরছি। জনগনকে ভুলভাল বুঝিয়ে বিএনপি মাঠ দখলের যে ভুল পথ বেছে নিয়েছেন তা আমরা হতে দেব না। প্রকৃত উন্নয়নের চিত্র জনগনের কাছে তুলে ধরতে পারলে তাদের সকল ষড়যন্ত্র নস্যাত হয়ে যাবে।

রোববার সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার বিভিন্ন এলাকায় জনসংযোগ শেষে নিজ বাড়িতে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনাদের সকলের চোখ কান খোলা রেখে উন্নয়নের সঠিক চিত্র জনগনকে জানিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। ভুলে যেতে হবে নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ। কে মন্ত্রী, কে এমপি, কে আওয়ামী লীগ নেতা পার্থক্য ভুলে গিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদেরকে হাতেহাত কাধেকাধ মিলিয়ে কাজ করে বিজয়ী করে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। আর বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ পৌঁছে যাবে উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে।

এসময় শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুর রব মুন্সী, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকির, সদর উপজেলার সাবেক মহিলা চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী, শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান পাহাড়সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here