নওগাঁর ধামইরহাটে খ্রিষ্টান ধর্মালবম্বলীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন, সহরায় ও খ্রিষ্ট্রীয় নববর্ষ উপলক্ষে আদিবাসী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারী বিকেল সাড়ে ৪ টায় জগদল আদিবাসী যুব সংঘের সভাপতি দিনেশ বাস্কে’র সভাপতিত্বে প্রতিযোতিার উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. তনছের আলী মাস্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সান্তাল বাইসি (বিএসবি)’র চেয়ারম্যান ও জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি প্রভাষক এস.সি আলবার্ট স্বরেন। প্রতিযোগিতায় রাজশাহীর রহনপুর আদিবাসী একাদ্বশকে ১-০ গোলে হারিয়ে বাবুলডাঙ্গা সকাল সন্ধ্যা একাদ্বশ চ্যাম্পিয়ন। সন্ধ্যায় পুরুস্কার হিসেবে বিজয়ী দলকে ২০ হাজার টাকা ও বিজিত দলকে ১৫ হাজার টাকা পুরস্কৃত করা হয়।
আরও পড়ুন>>
এ সময় বিশেষ অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, মি. রেভা আমিন হেমব্রম, ইউপি সদস্য আবু সালাম ফুলটু, বেনীদুয়ার ধর্মী পল্লীর সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।