বিশেষ ক্যাম্পেইনে শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে নওগাঁয় দুই লাখ ১১ হাজার ৪৩৭ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে।
জেলার ১১টি উপজেলায় বুধবার (১২ জানুয়ারি) দুপুর পর্যন্ত এক লাখ ২৪ হাজার ৫০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে ।
জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, আগামী ১৬ তারিখ পর্যন্ত এ টিকা কার্যক্রম চালানো হবে। ১২ থেকে ১৮ বছরের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ এ টিকা প্রদান করা হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়ন নিয়ে সকাল ১০টার পর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে ভিড় করছেন শিক্ষার্থীরা।
স্বাস্থ্য বিভাগ আশা করছে, নির্ধারিত সময়ে বিশেষ ক্যাম্পেইনে সব শিক্ষার্থী এ কার্যক্রমের মধ্যে আসবে।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের মাঝে টিকা দেওয়া সম্ভব হবে।