নওগাঁর আত্রাই নদীতে আঁখি(১১) নামের এক শিশু গোসল করতে নেমে পানিতে পড়ে গত ৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে নিখোঁজ হয়ে যায়।
বুধবার (৬ অক্টোবর) বিকেলে আঁখির লাশ চকবিষ্টপুর আত্রাই নদীঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছেন, এলাকার মানুষ ।পরে আলোচিত এ ঘটনার লাশটি পেয়ে উদ্ধারকারী থানায় ফোন দিয়ে বিষয়টি অবগত করায়, নিখোঁজের পরিবার সদস্য লাশটি নিয়ে আসে। তবে লাশটির শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে।
নিখোঁজ শিশু ভর-তেতুলিয়া গ্রামের মৃত আলমগীরের মেয়ে।
আরও পড়ুন>>
জানা গেছে, বগুড়া থেকে আঁখি তার মায়ের সাথে খালুর বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে আত্রাই নদীর গোসল করতে গিয়ে নিখোঁজ হন।
এবিষয়ে উপজেলা ভূ-পাড়া ইউপি চেয়ারম্যান জান বক্স বলেন,আত্রাই নদীতে নিখোঁজ আঁখির লাশ উদ্ধার করে এলাকা বাসী। তাকে পাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে অবগত করে লাশ দাফন করা হয়েছে।