নওগাঁর মহাদেবপুরে বিপুল পরিমান ধান ও চাউল মজুদ রাখার অভিযোগে জে.কে চাউলকল মিল মালিকের ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের প্রেসরিলিজ সূত্রে জানা গেছে, ২৯ আগষ্ট শনিবার দুপুর দেড় দিকে উপজেলা সদরের দোহালীতে অবস্থিত জে. কে চাউল কলে অভিযান চালায় জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা।
এসময় চাউল কল মালিক যুগোল কিশোর আগোরয়ালার গুদামে ১ হাজার ২শ ৪৭ দশমিক ৭৫০ মেট্রিকটন চাউল এবং ৮৬১ দশমিক ৫০ মেট্রিকটন ধান মজুত রাখার অভিযোগে তার ২ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান মিলন।
আরও পড়ুন>>
এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম মোহাইমেনুর রশিদ।