নওগাঁর মান্দায় আঃ ছাত্তার নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার ঘটনা ঘটছে । এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নের মিঠাপুর নদীর ঘাটের পশ্চিম পার্শ্বে ছামাদের মোড় সংলগ্ন নদীর ধারে।
বুধবার(১৩ জানুয়ারি) সকাল ৮ টার দিকে নদীর ধারে ভুট্টার জমিতে স্থানীয়রা কাজ করতে এসে লাশটি দেখতে পেয়ে মান্দা থানায় পুলিশকে খবর দেয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যু ব্যক্তির নাম আঃ ছাত্তার (৪৫), কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি। পরিবার সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জেরে হত্যা কান্ড হতে পারে।
আরও পড়ুন>>
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।