নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

0
36
নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

সরকার পতনের একদফা দাবি বাস্তবায়নে মহাসমাবেশ করছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে শুরু হয়েছে তাদের কর্মসূচির কার্যক্রম।

রাত থেকেই অনেক নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান নিলেও ভোর থেকে বড় বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

দুপুর ২টায় মহাসমাবেশ শুরুর কথা থাকলেও ইতোমধ্যে কাকরাইল থেকে নটরডেম মোড় পর্যন্ত দুপাশের রাস্তায় হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

ব্যানার, প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করেছেন তারা। বেগম জিয়ার মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও সরকার পতনের একদফা দাবিতে স্লোগানে মুখর হয়ে উঠেছে নয়াপল্টন।

মঞ্চ অবস্থান নিয়ে কর্মীরা ইতোমধ্যে নেতাকর্মীদের সংঘঠিত হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিও তুলছেন তারা। বেলা বাড়ার পরপর কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠে বক্তব্য রাখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here