Homeজেলানাটোরে সিংহভাগ ফুটপাত ব্যবসায়ীদের দখলে

নাটোরে সিংহভাগ ফুটপাত ব্যবসায়ীদের দখলে

দখল হয়ে গেছে নাটোর শহরের বেশিরভাগ ফুটপাত। তাই রাস্তা দিয়েই হাঁটতে বাধ্য হচ্ছেন পথচারীরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ লাঘবে শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ।

সরেজমিন ঘুরে দেখা যায়, ফুটপাত দখল করে চলছে নানা রকম ব্যবসা। কোথাও কোথাও দুপাশ দখল করে আটকে দেয়া হয়েছে হাঁটার পথ।

নাটোর শহরের প্রধান সড়কের হরিশপুর বাইপাস থেকে বনবেলঘড়িয়া বাইপাস পর্যন্ত ৭ কিলোমিটার সড়কের দুপাশে ফুটপাত নির্মাণ করে সড়ক বিভাগ। এরমধ্যে চকরামপুর, মাদ্রাসা মোড়, কানাইখালী, ট্রাফিক মোড, স্টেশন বাজার ও চকবৈদনাথ এলাকার ৪ কিলোমিটার অংশ দখল করেছে ব্যবসায়ীরা। ফুটপাতের ওপর স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করে চলছে ব্যবসা। এমনকি টিনের বেড়া দিয়ে বন্ধ করা হয়েছে যাতায়াত। এতে দুর্ভোগ বেড়েছে পথচারীদের।

পথচারীদের অভিযোগ, ফুটপাত দখল হওয়ায় মূল সড়ক দিয়ে হাঁটা চলা করতে হচ্ছে। ফলে আমরা প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছি।

নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার বলেন, ‘ফুটপাত দখলমুক্ত করতে এরইমধ্যে মাইকিং করা হয়েছে। দ্রুতই জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু হবে।’

সড়ক বিভাগের তথ্যমতে, ৭ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও ফুটপাত নির্মাণের কাজ শুরু হয় ২০১৭ সালে। আর শেষ হয় চলতি বছরের জুন মাসে। প্রকল্পে ব্যয় হয় ৭৮ কোটি টাকা।

সর্বশেষ খবর