নানা আয়োজনে পিরোজপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0
51
নানা আয়োজনে পিরোজপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নানা আয়োজনে পিরোজপুরে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় শ্রমিক লীগ ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় পিরোজপুর শহরের সিও অফিস চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা শ্রমিক লীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পুস্পমাল্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য র‌্যালী সিঅফিস বঙ্গবন্ধু চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মজনু তালুকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, শেখ ফিরোজ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হান্নান শেখ।

বক্তারা আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে কাজ করার আহবান জানান তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here