- Advertisement -
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের বাকি আর মাত্র ৩ দিন। শেষ সময়ে প্রার্থীদের কথার লড়াইয়ে ভোটের মাঠে প্রতিদিনই বাড়ছে উত্তাপ। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই মেয়র প্রার্থী।
বুধবার (১২ জানুয়ারি) সকালে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনকে কেন্দ্র করে টাকার ছড়াছড়ি হচ্ছে; আর তা বন্ধ করার দাবিও জানান আইভী। জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী আইভী প্রচারণায় নেমে বলেন, বনের হাতি বনে যাবে, নৌকার জয় হবে।
অন্যদিকে বিভিন্ন অভিযোগ তুলে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেন, নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে হয়রানি করা হচ্ছে।