নির্বাচন পেছানোর সুযোগ নেই: কামরুল ইসলাম

0
36
নির্বাচন পেছানোর সুযোগ নেই: কামরুল ইসলাম
নির্বাচন পেছানোর সুযোগ নেই: কামরুল ইসলাম

হরতাল-অবরোধের মাধ্যমে জান-মালের ক্ষতির জন্য বিএনপিকে দায়ী করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বুধবার (৮ নভেম্বর) কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় জনসংযোগ করার সময় তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, নির্বাচনে কে এলো বা না এলো তাতে কিছু আসে যায় না। নির্বাচন যথা সময়ে হবে। কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর সুযোগ নেই।

তিনি আরও বলেন, যারা জ্বালাও পোড়াও করেছে তারা দেশবিরোধী অপশক্তি। তাদেরকে ছাড় দেয়ার সুযোগ নেই। তাদের বিচারের আওতায় আনতে হবে।

এ সময় জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here