Homeখেলানির্ভার রেড ডেভিলদের সামনে আজ রিয়াল বেতিস

নির্ভার রেড ডেভিলদের সামনে আজ রিয়াল বেতিস

ইউরোপা লিগের শীর্ষ ষোলোর ফিরতি পর্বে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম পর্বে ৪-১ গোলের জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে রেড ডেভিলরা। স্তাদে বেনিতো ভিয়ামারিনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায়।

রিয়াল বেতিসের বিপক্ষে শীর্ষ ষোলোর দ্বিতীয় লেগের আগে নির্ভার ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম পর্বে ওল্ড ট্রাফোর্ডে এরিক টেন হ্যাগের দলের সামনে পাত্তাই পায়নি স্প্যানিশ ক্লাবটি। রাশফোর্ড, আন্টোনি, ব্রুনো ফার্নান্দেজ, ওয়েগহোর্স্টদের গোলের ক্ষুধায় টালমাটাল ছিল বেতিস। প্রথম পর্বের বড় জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছে ইউনাইটেড। ফিরতি পর্বে ড্র করলেই শীর্ষ আটে চলে যাবে তারা। সে লক্ষ্যেই স্তাদে বেনিতো ভিয়ামারিনে বেতিসের মুখোমুখি হবে ইউনাইটেড।

সব ধরনের প্রতিযোগিতা সবশেষ ছয় ম্যাচের মধ্যে ইউনাইটেডের জয় আছে চারটিতে। ড্র করেছে এক ম্যাচে, হেরেছেও একটি ম্যাচ। সে তুলনায় বেতিসের জয় আছে তিন ম্যাচে। ড্র করেছে দুই ম্যাচ। বেতিসের বিপক্ষে বড় জয়ের পরই ইপিএলে সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই ড্র নয়, জয়েই চোখ ইউনাইটেডের। ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন অস্ট্রিয়ান মিডফিল্ডার মার্সেল সাবিতজার। ইনজুরির কারণে বেতিসের সঙ্গে প্রথম পর্বের ম্যাচসহ সাউদাম্পটনের সঙ্গে খেলতে পারেননি অস্ট্রিয়ান তারকা।

এ ছাড়াও দলের অনুশীলনে ফুরফুরে মেজাজে ছিলেন অ্যানথনি মার্সিয়াল ও ভিক্টর লিন্ডলফ। তবে ম্যাচের অনুশীলন সেশনে ছিলেন না ব্রাজিলিয়ান উইঙ্গার আন্টোনি। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচে ফিরবেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। এখন শুধু শিষ্যদের জ্বলে ওঠার অপেক্ষায় ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

সর্বশেষ খবর