Homeআন্তর্জাতিকনেতানিয়াহুবিরোধী স্লোগানে উত্তাল ইসরাইলের রাজপথ

নেতানিয়াহুবিরোধী স্লোগানে উত্তাল ইসরাইলের রাজপথ

বিচারব্যবস্থা সংস্কারে সরকারি উদ্যোগের প্রতিবাদে আবারও বিক্ষোভে উত্তাল ইসরাইল। সোমবার (২০ ফেব্রুয়ারি) জেরুজালেমের রাস্তা, সুপ্রিম কোর্ট ছাড়াও বিভিন্ন স্থানে পতাকা হাতে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। ইসরাইলের জাতীয় পতাকা হাতে নেতানিয়াহুবিরোধী স্লোগান দিতে দেখা যায় অনেককে।

‘ফাইট ফর দ্যা সোল অব দ্য নেশন’ স্লোগানে মুখর ইসরাইলের রাজপথ। পতাকা হাতে জেরুজালেমের রাস্তায় হাজারো মানুষ। সংবাদমাধ্যম সিএনএন জানায়, সোমবার স্থানীয় সময় সকাল থেকেই বাদ্য-বাজনা বাজিয়ে জেরুজালেমের বিভিন্ন সড়ক, সুপ্রিম কোর্ট ছাড়াও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভিড় করতে শুরু করেন সরকারবিরোধী বিক্ষোভকারীরা। এ সময় দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগানও দেন তারা।  

ইসরাইলের বিচারব্যবস্থা সংস্কারে কট্টরপন্থি সরকারের নেয়া উদ্যোগের প্রতিবাদে গেল কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছেন সাধারণ মানুষ। তবে বিক্ষোভ উপেক্ষা করেই সোমবার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে প্রথমবারের মতো এ বিষয়ক খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে ১২০ আইনপ্রণেতার মধ্যে প্রস্তাবটির পক্ষে রায় দেন ৬৪ জন। 

ইসরাইলি গণমাধ্যম জানায়, সোমবারের ওই বিক্ষোভে অংশ নেন অন্তত ৭৫ হাজার মানুষ। এদিন কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবরও পাওয়া গেছে।  

গেল বছরের ২৯ ডিসেম্বর ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতায় আসার পরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচারব্যবস্থা সংশোধনের উদ্যোগ নেয় তার সরকার।  

নতুন এই সংস্কার প্রস্তাব অনুযায়ী, সুপ্রিম কোর্টের যেকোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেয়া হয়েছে ইসরাইলের পার্লামেন্টকে। প্রথম থেকেই নেতানিয়াহু সরকারের এমন উদ্যোগের বিরোধিতা করে আসছেন সাধারণ মানুষ।

সর্বশেষ খবর