Homeবিনোদনপাঁজরের ট্যাটু মুছে ভক্তদের হতাশ করলেন সামান্থা

পাঁজরের ট্যাটু মুছে ভক্তদের হতাশ করলেন সামান্থা

বেশ কিছু দিন ধরেই জোর গুঞ্জন চলছে আবারও এক হচ্ছেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে এবার সেসব গুঞ্জন উড়িয়ে দিয়ে ভক্তদের হতাশ করলেন অভিনেত্রী।

মূলত শরীরের ডান পাশের পাঁজরে নাগা চৈতন্যের নামের ট্যাটু করিয়েছিলেন সামান্থা। ট্যাটুতে ইংরেজিতে লেখা ছিল ‘Chay’। এটি নাগার ডাকনাম। আর এ নামেই ভক্তরা নাগাকে সম্বোধন করেন। তবে ডিভোর্সের পরও সামান্থার শরীরে ট্যাটুটি ছিল। বিভিন্ন সময় বিভিন্ন ছবিতে তা দেখা গেছে।

তবে সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন সামান্থা। সেসব ছবিতে তার পাঁজরে ট্যাটুটি দেখা যায়নি।

জানা গেছে, নাগা চৈতন্যের কাছেই রয়েছে সামান্থার পোষ্য হ্যাশ। নাগা হ্যাশের সঙ্গে একটি সেলফি তুলে পোস্টও করেছেন। এই পোষ্যের কারণে এখন পর্যন্ত যোগাযোগ চলছে নাগা-সামান্থার। আর এতে অনেকেই ভেবেছিলেন হ্যাশের কারণেই নাগা-সামান্থা আবারও এক হবেন।

তবে তাদের এক হওয়ার যে সম্ভাবনা নেই, তা সামান্থার পাঁজরের ট্যাটু মুছে দেয়ার পর বোঝা যাচ্ছে।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালে নাগা চৈতন্য বিয়ে করেন সামান্থা রুথ প্রভুকে। কিন্তু ২০২১ সালে বিবাহবিচ্ছেদ হয় এ দম্পতির।

সর্বশেষ খবর