পুলিশ ও সাংবাদিক রাষ্ট্রের জন্য জীবন বাজি রেখে কাজ করে – এসপি আশরাফ

0
240
পুলিশ ও সাংবাদিক রাষ্ট্রের জন্য জীবন বাজি রেখে কাজ করে - এসপি আশরাফ
পুলিশ ও সাংবাদিক রাষ্ট্রের জন্য জীবন বাজি রেখে কাজ করে - এসপি আশরাফ
মোঃওয়াহিদুর রহমান মুরাদ।।
 
পুলিশ যেভাবে রাষ্ট্রের জন্য কাজ করে, তেমনি সাংবাদিকরাও রাষ্ট্রের জন্য জীবন বাজি রেখে কাজ করে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ।
 
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।
 
পুলিশ সুপার বলেন, আমি সবসময় সাংবাদিকদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। কখনও ভুল তথ্য দেওয়া হয় না। আমি যে ডিপার্টমেন্টে আছি, সেটা অন্য ডিপার্টমেন্ট থেকে সম্পন্ন আলাদা। সেই জন্য আমাদের সর্তক থেকে কাজ করতে হয়।
 
বৈশাখী টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি মাজহারুল আনোয়ার টিপুর নিমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল,সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।
 
এছাড়া উপস্থিত ছিলেন, সাংবাদিক কাজী মাকছুদ, কাজল কায়েস, আনিস কবির, নজরুল ইসলাম জয়, হাসান মাহমুদ শাকিলসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here