Tuesday, March 28, 2023

প্রকাশ পেয়েছে অক্ষয়-ইমরানের ‘সেলফি’র ফার্স্ট লুক

Date:

এ সম্পর্কিত পোস্ট

ভারতের পার্লামেন্টের বাইরে কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাজা ও তার লোকসভার সদস্যপদ...

অভিনেত্রী আকাঙ্ক্ষার মৃত্যুতে মিলল চাঞ্চল্যকর তথ্য!

আত্মহত্যা নয়, হত্যা করে মরদেহ ঝুলিয়ে দেয়া হয়েছে–পুলিশের কাছে...

শেষ ম্যাচে নেপাল বধের লক্ষ্য টাইগ্রেসদের

জয় দিয়েই সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপের আসর শেষ...

পাভারের গোলে আইরিশদের হারাল ফ্রান্স

ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০...

মেসির হাতে নিউয়েলসের জার্সি কেন?

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে আর্জেন্টিনায়ই আছেন লিওনেল মেসি।...

প্রকাশ্যে এলো অক্ষয় কুমার ও ইমরান হাসমি অভিনীত বলিউড সিনেমা ‘সেলফি’র ফার্স্ট লুক মোশন পোস্টার, যা শেয়ার করে অক্ষয় জানান ছবিমুক্তির তারিখ। অক্ষয় তার ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘ভক্তরা তারকা বানায়। ভক্তরা ভাঙতেও পারেন তারকাকে! একজন ভক্ত তার আইডলের বিরুদ্ধে গেলে কী হয় তা দেখুন। ২৪ ফেব্রুয়ারি সিনেমা হলে #সেলফি দেখুন।’

এদিকে, ইমরান হাসমি টুইট করেছেন, ‘এক সুপারস্টার, এক সুপারফ্যান। এটা জুটি না প্রতিদ্বন্দ্বিতা? দেখুন সেলফি-তে। ২৪ ফেব্রুয়ারি ভারতের সিনেমা হলে মুক্তি পাচ্ছে।’

তা ছাড়া, ধর্ম প্রোডাকশন লিখেছে, ‘সুপারস্টার অর সুপারফ্যানের এমনি কাহানি, আপনি আগে শোনেননি! ২৪ ফেব্রুয়ারি সিনেমা হলে দেখুন সেলফি।’

এই প্রথম পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার আর ইমরান হাসমিকে। তাদের বিপরীতে দেখা যাবে দুই নায়িকা নুসরাত ভারুচা ও ডায়ানা পেন্টিকে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ মেহতা। মালয়ালম ছবি ‘ড্রাইভিং লাইসেন্সে’র হিন্দি রিমেক এটি।

তবে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে। একজন লিখেছেন, ‘দেখে তো মনে হচ্ছে এসআরকে-র ফ্যান ছবির গল্প টুকে দিয়েছে খিলাড়ি ভাইয়া।’ আরেকজন লিখেছেন, ‘এটি হবে অক্ষয় কুমারের ৯০তম দুর্যোগ… ২০২২ সালের ১০ নম্বর বিপর্যয়… ২০২৩ সালে এ রকম আরও ১০টি লোড হচ্ছে।’ অন্য একজন লিখলেন, ‘এবার সবচেয়ে বড় ফ্লপ নিয়ে আসবেন ফ্লপের দেবতা। চাঙ্কি পাণ্ডেও এখন এর থেকে বড় তারকা। আপনি রিটায়ারমেন্ট নিয়ে নিন @অক্ষয় কুমার।’

এদিকে, ২০২২ সালে পাঁচটা ছবি এসেছে অক্ষয় কুমারের। যার মধ্যে একটা ওটিটি-তে, কাটপুতলি। অরম্যক্স-এর রিপোর্ট অনুযায়ী, গত বছর সবচেয়ে বেশি দেখা হিন্দি ছবি ছিল ‘কাটপুতলি’। বাদবাকি সূর্যবংশী, সম্রাট পৃথ্বীরাজ, রক্ষা বন্ধন আর রাম সেতু-র হাল খুব খারাপ। দিওয়ালিতে রাম সেতু মুক্তি পেয়েছিল সিনেমা হলে। রামায়ণ-রাবণ-বানর সেনা-রামের ইমোশনে প্রথম দুদিন হলে খুব লোক হলেও, ধীরে ধীরে তা কমতে থাকে। ফলে এই ছবিও ১০০ কোটির ঘর ছুঁতে ব্যর্থ হয়।

আপাতত তার হাতে রয়েছে বড় মিয়া ছোটো মিয়া, সেলফি, ওএমজি ২, খেল খেল মে, ক্যাপসুল গিল-এর মতো ছবি।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here