কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলন্ত অটোবাইক থেকে ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেঁজুরের তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম শান্তি রানী (৩৩) । তিনি উপজেলার বড়ভিটা চৌকিদার টারী গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী।
নিহতের স্বজন মনিন্দ্র নাথ ও সন্তোষ চন্দ্র জানান, আত্নীয়ের বাড়ী যাওয়ার জন্য পরিবারের অন্যান্যদের সাথে অটোবাইক যোগে উলিপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন শান্তি রানী। অটোবাইকটি খেঁজুরের তল এলাকায় পৌছিলে মোড় নেয়ার সময় চলন্ত অটো থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
আরও পড়ুন>>
স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।