Tuesday, March 28, 2023

ফুল দেয়া নিয়ে চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ২২

Date:

এ সম্পর্কিত পোস্ট

ডিভোর্স নিয়ে মুখ খুললেন শিখর ধাওয়ান, দিলেন পরামর্শও

নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন ভারতের ব্যাটসম্যান শিখর...

ভারতের পার্লামেন্টের বাইরে কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাজা ও তার লোকসভার সদস্যপদ...

অভিনেত্রী আকাঙ্ক্ষার মৃত্যুতে মিলল চাঞ্চল্যকর তথ্য!

আত্মহত্যা নয়, হত্যা করে মরদেহ ঝুলিয়ে দেয়া হয়েছে–পুলিশের কাছে...

শেষ ম্যাচে নেপাল বধের লক্ষ্য টাইগ্রেসদের

জয় দিয়েই সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপের আসর শেষ...

পাভারের গোলে আইরিশদের হারাল ফ্রান্স

ইউরো বাছাইপর্বের প্রথম ম্যাচে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০...

শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে এবং আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২২ নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র জানায়, শাখা ছাত্রলীগের উপ-পক্ষ বিজয়ের অনুসারীরা ‘ব্রাদার্স’ ও ‘মকু’ নামে দুটি দলে বিভক্ত। এর মধ্যে ‘ব্রাদার্স’ আলাওল হল ও এ এফ রহমান হলে এবং অপর পক্ষ ‘মকু’ সোহরাওয়ার্দী হলের। রাত ১২টার দিকে একুশের প্রথম প্রহরে ব্রাদার্সের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে যেতে চাইলে মকুর নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ সময় দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরে তা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ২২ জন আহত হয়েছেন।

চবি মেডিকেল সেন্টারের দায়িত্বরত কর্মকর্তা দেলোয়ার জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (সিএমসি) পাঠানো হয়েছে।

মকুর নেতা মোহাম্মদ দেলোয়ার বলেন, ‘কয়েক দিন ধরে আলাওল হলে থাকা আমাদের কিছু কর্মীকে তারা বের করে দেয়ার চেষ্টা করছে। রাতে আলাওল হলের দিকে যেতে চাইলে তারা আমাদের ধাওয়া দেয়।’

এদিকে ব্রাদার্সের একাধিক নেতাকর্মী জানান, একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়।

ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here