Homeবিনোদনবড়দিনে আসছে শাহরুখের নতুন ছবি

বড়দিনে আসছে শাহরুখের নতুন ছবি

থামছে না ‘জওয়ান’এর খবরের শিরোনাম। এবার কিং খান ছোট ছেলের জন্য নাকি আগামী পাঁচ সিনেমাতে পরিশ্রম করবেন জোরেসোরে। কারণটা জানা গেল, তিনি ছোট ছেলেকে দেখাতে চান তার সাফল্যের অধ্যায়।

এবছরের চুক্তিনামায় রয়েছে কিং খানের তিনটি ছবি। ‘পাঠান’ও‘জওয়ান’দুটি-ই অবশ্য সুপার হিট।  তবে আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ‘ডাঙ্কি’। ধারণা করা হচ্ছে বড়দিনেই আসতে চলেছে বলিউড বাদশার ‘ডাঙ্কি’।

দীর্ঘ সময় পরে শুটিংয়ে আসতে অস্বস্তি হতো এই সুপারস্টারের কিন্তু বড় ছেলে আরিয়ান সেটা কমিয়েছিলেন। অস্বস্তির পরে একের পর এক ধামাকা দেখিয়ে দিচ্ছেন এই সুপারস্টার।

একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ২২ ডিসেম্বর বড়দিন এবং নববর্ষ উপলক্ষে ‘ডাঙ্কি’ মুক্তি পাবে বড়পর্দায়। ডাঙ্কির বেশির ভাগ শ্যুটিং কাশ্মীরে হয়েছে।

রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিতে, শাহরুখ খানকে দেখা যাবে তাপসী পান্নুর সঙ্গে।

সর্বশেষ খবর