Saturday, March 25, 2023

বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গে এমবাপ্পে ও বেনজেমা

Date:

এ সম্পর্কিত পোস্ট

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্ব...

মধ্যপ্রাচ্যের সঙ্গে রোজা শুরু করল পাকিস্তানও

সাধারণত ভারতীয় উপমহাদেশে একসঙ্গেই রোজা এবং ঈদ পালিত হয়।...

যুক্তরাষ্ট্রের স্কুলে ফের বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে দুই প্রশাসনিক...

দর্শকের ফোনে দেখে গোল বাতিল করা সেই রেফারির শাস্তি

মিশরের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মোবাইল ফোনে রিপ্লে দেখে...

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতার জয়ের পর প্রথমবারের মতো মাঠে...

২০২২ সালের বর্ষসেরা পুরস্কার ফিফা দ্য বেস্টের তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই তালিকায় স্থান পেয়েছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জেতানো লিওনেল মেসি। তালিকায় আরও আছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা ও পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।দুনিয়াজুড়ে ফুটবল ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

২৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে কার হাতে উঠছে ২০২২ সালে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক ও মিডিয়া ব্যক্তিত্বদের ভোটে নির্বাচিত করা হবে এবারের বর্ষসেরা ফুটবলার।

তালিকায় আছেন লিওনেল মেসি। ২০২২ সালে বিধাতা যেন মুখ তুলে তাকিয়েছে লিওর দিকে। ক্যারিয়ারের সম্ভাব্য সবকিছু জিতলেও শুধু একটি শিরোপার অভাব ছিল তার ঝুলিতে। তবে কাতার বিশ্বকাপে সেই অধরা স্বপ্ন পূরণ করেছেন মেসি। আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের নায়ক এলএমটেন। তার হাত ধরেই নিজেদের তৃতীয় বিশ্বকাপ ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

সেরা খেলোয়াড়ের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদকে ১৪তম চ্যাম্পিয়ান্স লিগ শিরোপা জেতানো ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। মাদ্রিদের হয়ে গত মৌসুমে লা লিগা শিরোপা জিতেছিলেন তিনি। ক্লাব বিশ্বকাপ জয়ের দৌড়েও আছেন এই ফরাসি তারকা। ২০২১-২২ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতাও তিনি।

ফরাসি আরেক তারকা কিলিয়ান এমবাপ্পেও আছেন এই তালিকায়। ফ্রান্সকে বিশ্বকাপ ফাইনালে তুলতে বড় অবদান রেখেছেন তিনি। কাতার বিশ্বকাপের গোল্ডেন বুট জিতেছেন তিনি। এ ছাড়াও পিএসজির হয়ে গত মৌসুমে জিতেছেন লিগ ওয়ানের শিরোপা।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here