Friday, March 24, 2023

বাংলাদেশকে কোটা সুবিধা দেবে ভারত

Date:

এ সম্পর্কিত পোস্ট

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। বিশ্ব...

মধ্যপ্রাচ্যের সঙ্গে রোজা শুরু করল পাকিস্তানও

সাধারণত ভারতীয় উপমহাদেশে একসঙ্গেই রোজা এবং ঈদ পালিত হয়।...

যুক্তরাষ্ট্রের স্কুলে ফের বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে দুই প্রশাসনিক...

দর্শকের ফোনে দেখে গোল বাতিল করা সেই রেফারির শাস্তি

মিশরের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে মোবাইল ফোনে রিপ্লে দেখে...

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কাতার জয়ের পর প্রথমবারের মতো মাঠে...

প্রতিবেশী দেশ হিসেবে ভারত থেকে নিত্যপণ্য আমদানিতে বার্ষিক কোটা সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ। এতে বৈশ্বিক পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন ভারত থেকে চাল, ডাল, গমসহ নিত্যপণ্য আমদানিতে বিশেষ সুবিধা পাবে বাংলাদেশ।

সম্প্রতি সময় সংবাদকে এ কথাই জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, আমদানি প্রক্রিয়ার নীতি কৌশল সাজানোর বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কোটার আওতায় বাংলাদেশ সব সময়ই ভারত থেকে চাল, ডাল, গম, পেঁয়াজ, আদা ও রসুনসহ ৯টি পণ্য আমদানি করার সুবিধা পাবে।

বাণিজ্য সচিব আরও বলেন, ‘ভারত থেকে আমরা অনেক ধরনের পণ্য আমদানি করি। এক্ষেত্রে একটি ‍সুবিধা হচ্ছে, প্রতিবেশী দেশ হিসেবে বেশ দ্রুত সেখান থেকে পণ্য আনা যায়। ভারত মে মাস থেকে গম রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছিল। ফলে আমাদের কানাডা থেকে গম আমদানি করতে হচ্ছে। এতে খরচ বেশি পড়ছে।’

এর আগে গত সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বাংলাদেশ-ভারত শীর্ষ সম্মেলনে এ ‍সুবিধা চাওয়া হয়েছিল। এ নিয়ে সে সময়ে আলোচনা হলেও ভারত সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তবে এবার নিষেধাজ্ঞা সত্ত্বেও  ৯টি পণ্যের আমদানি ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়ার বিষয়েও কথা বলা হয়।

কোন প্রক্রিয়ায়, এসব পণ্য আমদানি করা হবে এবং কী পরিমাণ আমদানি করা যাবে তা নিয়ে চূড়ান্ত প্রক্রিয়া চলছে উল্লেখ করে তপন কান্তি ঘোষ বলেন, কোটার পরিমাণ নিয়ে আলোচনার পাশাপাশি কীভাবে পণ্যগুলো আমদানি করা হবে সে বিষয়ে কথা হবে। কেননা প্রাইভেট খাতের মাধ্যমেই আমদানি করা হবে। কোটা নির্ধারণের পর আমদানিকারকদের মধ্যে সেটি ভাগ করে দেয়া হবে। এতে বিদেশনির্ভর পণ্যগুলো আমদানি সহজ হবে।

চাল, ডাল, গম, পেঁয়াজসহ দরকারি খাদ্যপণ্যের বড় একটি অংশ প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানি করে থাকে বাংলাদেশ। তবে কখনও কখনও অভ্যন্তরীণ চাহিদা-যোগান ঠিক রাখা, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধসহ বৈশ্বিক নানা পরিস্থিতিতে নিত্যপণ্য রফতানিতে নিষেধাজ্ঞা দিয়ে থাকে দেশটি। এতে আকস্মিক সংকটে পড়ে বাংলাদেশসহ ভারতের ওপর আমদানিনির্ভর দেশগুলো।

এমন পরিস্থিতি সামাল দিতে প্রতিবেশী দেশগুলোর জন্য ভারত বার্ষিক কোটা সুবিধা রাখলেও বাংলাদেশ তা এতদিন পায়নি। তবে এবার সেই কোটা সুবিধা আদায়ে গত বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ভারতের শিল্প ও বাণিজ্যমন্ত্রী প্রিয়ুশ গয়ালের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেখানেই কোটা সুবিধার বিষয়ে ইতিবাচক আশ্বাস মিলেছে।

এ ধরনের কোটা সুবিধা ভারত অন্য দুই প্রতিবেশী দেশ মালদ্বীপ ও ভুটানকে দিয়ে থাকে।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here