Sunday, April 2, 2023

বার্লিনকে হারিয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন

Date:

এ সম্পর্কিত পোস্ট

হারের পেছনে বোলারদের দায় দেখছেন মুস্তাফিজদের কোচ

এবারের আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে...

ইরান সীমান্তে সন্ত্রাসী হামলায় ৪ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তান-ইরান সীমান্তে এলাকায় সন্ত্রাসী হামলায় পাকিস্তানের চার সেনা সদস্য...

রমজানে গান চালানোর অভিযোগে রেডিও স্টেশন বন্ধ করল তালেবান

রমজানে গান চালানোর দায়ে একটি রেডিও স্টেশন বন্ধ করে...

লেভানদোভস্কির জোড়া গোলে বড় জয় বার্সার

চ্যাম্পিয়ন লিগে না পারলেও লা লিগায় রীতিমতো উড়ছে বার্সেলোনা।...

ইউক্রেনকে বড় অঙ্কের ঋণ দিল আইএমএফ

ইউক্রেনকে আগামী চার বছরের জন্য এক হাজার ৫৬০ কোটি...

বুন্দেসলিগায় রোববার (২৬ ফেব্রুয়ারি) লিগ লিডার হওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ ও ইউনিয়ন বার্লিন। সেখানে বার্লিনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে জার্মান লিগে টেবিলের শীর্ষে উঠে এলো বায়ার্ন মিউনিখ।

চলতি মৌসুমে বুন্দেসলিগার সারপ্রাইজ প্যাকেজ ইউনিয়ন বার্লিন। লিগে সবাইকে চমকে দিয়ে টেবিলের শীর্ষ চারে ঘোরাঘুরি করছে তারা। রোববার বায়ার্নের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য ছিল টেবিলের শীর্ষে ওঠার লড়াই। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্নের শক্তির সামনে পেরে ওঠেনি উরস ফিশারের দল।

আলিয়াঞ্জ এরিনায় ম্যাচের শুরু থেকেই বলের আধিপত্য নিয়ে মাঠে রাজত্ব করতে থাকে বায়ার্ন। শুরুতে বেশকিছু সুযোগ পেয়েও নষ্ট করে মুলার-মোটিংরা। ম্যাচের ৩০ মিনিটে বার্লিনের খেলোয়াড়ের ভুলে ডি-বক্সের বাইরে বল পেয়ে যায় বায়ার্ন উইঙ্গার কোম্যান। বল পেয়ে ক্রস করেন মোটিংয়ের কাছে। সেই বল পেয়ে দুর্দান্ত হেডে গোল করেন ক্যামেরুনের এই স্ট্রাইকার।

প্রথম গোলের ১০ মিনিট পর আবারও গোল পায় বায়ার্ন। এবারের গোলদাতা প্রথম গোলের সহায়ক কোম্যান। মুলারের কাচ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুঁকে গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান ফরাসি এই তারকা। প্রথম হাফের বাড়ানো সময়ে বায়ার্ন তৃতীয় গোলটি করে। মুলারের পাস থেকে গোল করেন জামাল মুসিয়ালা।

দ্বিতীয় হাফে নামানো হয় ইনজুরি থেকে ফেরা সাদিও মানেকে। ইনজুরির কারণে মানে বিশ্বকাপ মিস করেছিলেন। যদিও এদিন মাঠে নেমে তেমন কোনো সুবিধা করতে পারেননি সাবেক এই লিভারপুল খেলোয়াড়। দ্বিতীয় হাফে ইউনিয়ন বার্লিনও তেমন কোনো সুযোগ তৈরি না করতে পারায় ম্যাচ শেষ হয় ৩-০ ব্যবধানেই।

এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলো বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ডর্টমুন্ড। আর ৩ পয়েন্ট কম নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে ইউনিয়ন বার্লিন। তাদের থেকে এক পয়েন্ট কম নিয়ে টেবিলের চারে লাইপজিগ।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here