Tuesday, March 21, 2023

বার্সেলোনা সমর্থকদের ধুয়ে দিলেন মেসির ভাই

Date:

এ সম্পর্কিত পোস্ট

এমবাপ্পেকে অধিনায়ক করায় গ্রিজম্যানের অবসরের হুঁশিয়ারি

কিলিয়ান এমবাপ্পেকে ফ্রান্সের অধিনায়ক করায় চাপা ক্ষোভ প্রকাশ করেছেন...

রকেট হামলায় পিটিআই নেতাসহ নিহত ১০

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি গাড়িতে রকেট হামলার ঘটনা...

এবার আইসিসির আইনজীবী ও বিচারকদের বিরুদ্ধে রাশিয়ার মামলা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তিন...

বিশ্বকাপ ফুটবলে জয় লাভের স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা একদিন বিশ্বকাপ ফুটবল খেলব।...

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড...

লিওনেল মেসি একটা সময় চেয়েছিলেন বার্সেলোনা থেকে অবসর নিতে। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! নানা ঘটনার ঘাত-প্রতিঘাতে ২০২১ সালে বার্সা ছাড়তে হয় তাকে, আর্জেন্টাইন জাদুকর তখন পাড়ি জমান ফরাসি ক্লাব পিএসজিতে। অথচ ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড়কে আটকানোর উদ্যোগ নেয়নি কেউই, এমনকি সমর্থকরাও না। যে কারণে কাতালান ক্লাবটির সমর্থকদের ধুয়ে দিয়েছেন মেসির ভাই ম্যাথিয়াস মেসি।

মেসির ভাই মনে করেন, লিওর যখন ক্লাব ছাড়ার মতো অবস্থা তৈরি হয়েছিল, তখন সমর্থকদের উচিত ছিল তার জন্য আন্দোলনে নামা। কিন্তু তাদের মধ্যে সেরকম কিছুই লক্ষ্য করা যায়নি। এসব নিয়ে টমির টুইচ আইডি ‘লাবজাদা ১০’কে ম্যাথিয়াস বলেন, ‘ওরা (সমর্থক) মেসিকে কোনো সাহায্য করেনি। তাদের উচিত ছিল মেসির জন্য আন্দোলন করা, উচিত ছিল ল্যাপোর্তার পদত্যাগের দাবি তোলা।’

মেসির মতো ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহোও বার্সার সর্বকালের সেরাদের একজন। এই কিংবদন্তির সঙ্গেও বাজে ব্যবহার করেছিল বার্সা কর্তৃপক্ষ। এ প্রসঙ্গ টেনে মেসির ভাই বলেন, ‘কাতালানরা বিশ্বাসঘাতক। আমার মা মেসিকে একবার বলেছিল, ওরা তোমার সঙ্গে রোনালদিনহোর মতো আচরণ করবে, দেখো।’

মেসির ভাই কথা বলেছেন তার সহোদরের বার্সায় ফেরার সম্ভাবনা নিয়েও। ল্যাপোর্তার একটি ভিডিওতে তিনি দেখেছেন যে বার্সেলোনা সভাপতি মেসিকে ক্লাবটিতে ফের ফিরিয়ে নিতে চান। এর প্রেক্ষিতে ম্যাথিয়াস বলেন, ‘আমরা বার্সেলোনায় আর ফিরছি না, এবং যদি ফিরি, খুব ভালো রকমের একটা পরিচ্ছন্নতা অভিযান চালিয়েই ফিরব। এর মধ্যে ল্যাপোর্তাকে লাথি মেরে তাড়ানো হবে।’

অবশ্য পরবর্তীতে নিজের অবস্থানে অনড় থাকেননি ম্যাথিয়াস। পুরো ১৮০ ডিগ্রি ঘুরে বলেছেন বার্সেলোনা ও ক্লাবটির সমর্থকদের নিয়ে তার এমন মন্তব্য করা ঠিক হয়নি। এসব নাকি তিনি শুধুই মজার ছলে বলেছেন।

তিনি বলেন, ‘আমি যা বলেছি তার জন্য ক্ষমাপ্রার্থী। আমি আমার ছেলে ও তার বন্ধুদের সঙ্গে কৌতুক হিসেবেই এসব বলেছি। বার্সেলোনার মতো বড় ক্লাব নিয়ে এসব আমি কীভাবে বলতে পারি, যারা তাদের ইতিহাস ও সবকিছু দিয়ে আমার পরিবার ও লিওকে সমৃদ্ধ করেছে। আমাদের জন্য কাতালুনিয়া দ্বিতীয় বাড়ি। আমি দুঃখিত।’

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here