রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুরে সাজিদ মন্ডল (১৭ মাস) বয়সী এক শিশুর পানিতে পড়ে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সাজিদ মন্ডল বেরুলী গ্রামের মো: শাকিল মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা বলেন, শিশুটি বাড়িতে খেলাধুলা করছিল । খেলার ছলে শিশুটি বাড়ির পাশের পুকুরের দিকে চলে যায়। তার বাবা মাঠে কাজ করছিল এবং তার মা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় শিশুটির খোজ নিতে পারে নাই। দুপুর ১২.৩০ মিনিটের দিকে তাকে বাড়িতে পাওয়া না গেলে বাড়ির সবাই তাকে খুজতে শুরু করে। তার কাকা আকিদুল মন্ডল হঠাৎ বাড়ির পাশের পুকুরের ভিতরে শিশুটিকে দেখতে পায়।
পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বালিয়াকান্দিতে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত্য বলে ঘোষনা করেন।
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে।