Homeঅর্থনীতিবিগত ৫ মাসে সর্বোচ্চ মানে রুবল

বিগত ৫ মাসে সর্বোচ্চ মানে রুবল

ডলার ও ইউরোর বিপরীতে অব্যাহতভাবে বাড়ছে রাশিয়ান মুদ্রা রুবলের মান। বর্তমানে বিগত ৫ মাসের মধ্যে মুদ্রাটির মান সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) মস্কো এক্সচেঞ্জে লেনেদেনের তথ্যাদির বরাতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি।

এদিনের লেনদেনে বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে রুবলের মান অব্যাহতভাবে বাড়তে থাকে। এতে চলতি বছরের জুন মাসের শেষের দিক থেকে অর্থাৎ বিগত ৫ মাসের মধ্যে ডলার ও ইউরো উভয়ের বিপরীতে রুশ মুদ্রাটির মান সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় মস্কো একচেঞ্জে মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান ছিল ৮৭ দশমিক ৯। যা ৩০ জুনের পর সর্বোচ্চ মান। এদিকে ইউরোপীয় একক মুদ্রার বিপরীতেও রুবলের মান বেড়েছে। এক ইউরো সমান হচ্ছে প্রায় ৯৬ দশমিক ৫ রুবল। যা বিগত ৫ মাসের মধ্যে সর্বোচ্চ।

বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার রফতানি আয় বেড়েছে। এমন পটভূমিতে রফতানিকারকরা তাদের আয় করা বৈদেশিক মুদ্রা বিক্রি করছেন। এতে শক্তিশালী হচ্ছে রুশ মুদ্রা। এর আগে গত মাসে রাশিয়া সরকার রফতানিকারকদের আয় করা বৈদেশিক মুদ্রা বিক্রির আদেশ দিয়েছিল। তখন থেকে ডলারের বিপরীতে রুবলের মান বেড়েছে ১৫ শতাংশ এবং ইউরোর বিপরীতে বেড়েছে ১০ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক কি রেট বৃদ্ধি এবং আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের দুর্বল অবস্থানের জন্যও রুবল শক্তিশালী হচ্ছে। তাছাড়া আমদানি কমে যাওয়ার কারণে স্থানীয় বাজারে বৈদেশিক মুদ্রার চাহিদাও কমে গেছে।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগের মাসের তুলনায় অক্টোবরে রাশিয়ার আমদানি ১ দশমিক ৮ বিলিয়ন ডলার বা ৭ শতাংশ কমেছে। এ মাসে দেশটি ২২ দশমিক ৯ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে।

অদূর ভবিষ্যতেও রুবলের মান এমন অব্যাহতভাবে বাড়বে বলে আশা করছেন বিশ্লেষকরা। এমনকি চলতি সপ্তাহের শেষের দিকে রাশিয়ার মুদ্রার মান আরও শক্তিশালী হবে বলে আশা করছেন পিএসবি ব্যাংকের আর্থিক বাজার বিভাগের প্রধান ইভজেনি লোকটিউখভ।

সর্বশেষ খবর