Tuesday, March 21, 2023

ভয় আর হতাশায় ভুগছেন হবু মা মাহি!

Date:

এ সম্পর্কিত পোস্ট

আটোয়ারীতে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির মামলা

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়।।   পঞ্চগড়ে মাও.আব্দুল মতিন সরকার (৫৭) নামে এক অধ্যক্ষের...

রিয়ালের মুখের হাসি কেড়ে নিল বার্সেলোনা

উত্তেজনায় ভরপুর এল ক্লাসিকোয় এবার জয় পেল বার্সেলোনা। শেষ...

রিয়ালের শিরোপার সম্ভাবনা শেষ, স্বীকার করলেন কর্তোয়া

লা লিগায় এবারের শিরোপার নিষ্পত্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল...

হ্যাটট্রিক জয়ে রিয়ালের বিপক্ষে বার্সার ‘সেঞ্চুরি’

এল ক্লাসিকো নিয়ে উন্মাদনাটা হয়তো আগের পর্যায়ে নেই। লিওনেল...

রেলস্টেশনের টিভিতে হঠাৎ পর্নো ভিডিও চালু

ভিড়ে ঠাসা রেলওয়ে স্টেশনের টিভি স্ক্রিনে আচমকা চলতে শুরু...

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। এপার বাংলার পাশাপাশি সমান জনপ্রিয় ওপার বাংলাতেও। তবে ইদানীং যেন তাকে ঘিরে ধরেছে নানা ভয় আর হতাশা।

অভিনয় জীবন নিয়ে ব্যস্ত থাকলেও দ্বিতীয় বিয়ের পর স্বামী সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ চিত্রনায়িকা। এ বছর সেপ্টেম্বরে মা হওয়ারও খবর দেন ভক্তদের।

এরপর ৯ ডিসেম্বর নিজের ফেসবুক পেজে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন তিনি। পোস্টের মাধ্যমেই জানান,  স্বামীর সঙ্গে কক্সবাজারে অবকাশযাপন করছেন তিনি।

তবে ইদানীং তার মনের অবস্থা যেন বারবারই পরিবর্তন হচ্ছে। মাহি তার ফেসবুক পেজে শুক্রবার একটি স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের জানান, তিনি বিয়ের দাওয়াত খেতে যাচ্ছেন। এরপরই শনিবারের স্ট্যাটাসে তিনি লেখেন বেদনার সুরের গান।

মাহির সেই বেদনার পোস্টে তিনি লিখেন, খুব শক্ত করে একবার জড়ায় ধরবা? যেন সব কষ্ট ভুলে যাই, যেন আবার আমার চুলগুলো উড়ে , যেন পেছনে বেহালা বেজে উঠে , যেন কারণ ছাড়াই মুচকি হাসি ঠোঁটে লেগে থাকে শুধু একবার শক্ত করে জড়ায় ধরো, ভীষণ দরকার। এরপরই লেখার শেষে জুড়ে দেন একটি লাভ রিয়েকশন।

এই স্ট্যাটাসের মাত্র ২ ঘণ্টা পরই তিনি আরও একটি আবেগঘন পোস্ট দেন হিন্দি ভাষায়। যার বাংলা অর্থ দাড়ায়, ভালোবাসার ঘরে আমি তোমার জন্য সব ভুলেছি, তুমি আমার প্রথম আর শেষ ইচ্ছা।

এরপরই ইংরেজিতে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। যার বাংলা অর্থ দাঁড়ায়, তুমি কি আমায় অনুভব করতে পারো?

মাহির এসব স্ট্যাটাস দেখে অনেক ভক্তই পড়েছেন দ্বিধায়। বারবারই তার মনের আকাশের মেঘ পরিবর্তন হওয়ায় নেটিজেনদের কেউ কেউ ভাবছেন, সম্পর্কের টানাপোড়নে আছেন মাহি।

আবার অনেকে ভাবছেন, কাউকে মিস করছেন তিনি। কারো মতে, মা হওয়ার এই সময়টাতে হবু মায়েদের নানা অজানা ভয়, চিন্তা আর হতাশা ঘিরে ধরে। হয়তো সে কারণেই এমন উদাসী স্ট্যাটাসে মেতেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সর্বশেষ সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here